ট্রাশ কি?

কটন ট্রাশ
কটন ট্রাশ

ট্রাশ (Trash) কি?
কটনের মধ্যে কটন ছাড়া অন্যান্য অপ্রয়োজনীয় দ্রব্য যেমনঃ মরাপাতা, ভাঙা পাতা, কঁড়ি, ধুলাবালি, ময়লা ও বীজের ভাঙা টুকরা ইত্যাদিকে ট্রাশ বলে।

কটনের মধ্যে কত শতাংশ ট্রাশ থাকে?
সাধারণত কটনের মধ্যে ১ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ট্রাশ থাকে।

ট্রাশ কত প্রকার?
ট্রাশ দুই প্রকার যথাঃ
  • দৃশ্যমান ট্রাশ
  • অদৃশ্যমান ট্রাশ

(১) দৃশ্যমান ট্রাশ কাকে বলে?
কটনের মধ্যে যে সমস্ত ট্রাশ সরাসরি দেখা যায় তাকে দৃশ্যমান ট্রাশ বলে।

(২) অদৃশ্যমান ট্রাশ কাকে বলে?
কটনের মধ্যে যে সমস্ত ট্রাশ সরাসরি দেখা যায় না তাকে অদৃশ্যমান ট্রাশ বলে।

ট্রাশের শতকরা হার বের করার সূত্র কি?
ট্রাশের শতকরা হার বের করার সূত্রঃ
ট্রাশ℅ = [(নমুনা কটনের ওজন) - (পরিষ্কার কটনের ওজন)÷(নমুনা কটনের ওজন)] ×১০০
Next Post Previous Post