সেলাই (Stitch) কী?
একটি বডির উপর সুতা স্টিচ এবং সুঁই বা নিডেলের উঠা নামাকে সেলাই বা স্টিচ বলে।
সেলাই কত প্রকার?
স্টিচ বা সেলাই মুলত দুই প্রকার তবে ছয় প্রকার ব্যবহার করা হয়ঃ
- লক স্টিচ বা Lock Stitch
- চেন স্টিচ বা Chain Stitch
- জিগ জিগ স্টিচ বা Zig Zeg Stitch
- রান স্টিচ বা Run Stitch
- ফ্লাট স্টিচ বা Flat stitch
- ব্লাইন্ড স্টিচ বা Blind Stitch
এম্ব্রয়ডারি সেকশনে ব্যবহৃত কিছু স্টিচের নাম নিচে দেয়া হলোঃ
- রান স্টিচ বা Run Stitch
- চেন স্টিচ বা Chain Stitch
- সাটিন স্টিচ বা Satin Stitch
- জিগ জিগ স্টিচ বা Zig Zeg Stitch
- তাতামি স্টিচ বা Tatami Stitch
- মোটিভ স্টিচ বা Motive Stitch
- ক্রস স্টিচ বা Croos Stitch ইত্যাদি।
সেলাই এর ফটোসহ দিলে খুব ভালো হত
উত্তরমুছুন