সেলাই সুতা কত প্রকার?

সেলাই সুতা
সেলাই সুতা ও সুতার প্যাকেজ
সেলাই সুতা কি?
কাপড় বা পোশাক সেলাই করার জন্য যে সুতা ব্যবহার করা হয় তাই সেলাই সুতা।
সেলাই সুতা
সেলাই সুতা
সেলাই সুতা নির্বাচনের জন্য বিশেষ গুণাবলি গুলো কি কি?
  • সুতার শক্তি
  • স্থিতিস্থাপকতা
  • সংকোচন
  • সুতার নম্বর
  • সুতার উপাদান ইত্যাদি। 
সেলাই সুতা কত প্রকার?
আন্তর্জাতিকভাবে সেলাই সুতাকে তিনটি উপায়ে শ্রেণিবিন্যাস করা হয়ঃ
  • আঁশের প্রকারভেদ
  • সুতার গঠন
  • সুতার ফিনিশিং

প্রাকৃতিক আঁশ হতে উৎপন্ন সেলাই সুতা কয়েক প্রকার হতে পারে।

  • লিনেন
  • সিল্ক সুতা
  • কটন থ্রেড
  • পলিয়েস্টার থ্রেড
  • লাইলন থ্রেড
  • ভিসকোস থ্রেড
  • অ্যারামাইড থ্রেড

সুতার গঠনের উপর ভিক্তি করে সেলাই সুতাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়।

  • মনোফিলামেন্ট
  • মালটিফিলামেন্ট থ্রেড
  • টেক্সচারড থ্রেড
  • কোর স্পান থ্রেড
  • সুতার ফিনিশিং 
  • সেলাই সুতার নাম্বার
  • লাইনিং
  • ইন্টারলাইনিং
  • হুক ও লুপ বাঁধন 
  • লেস, ব্লেড ও ইলাস্টিক 
  • ওয়েডিং
  • ইলাস্টিক
  • সোল্ডার প্যাড
Next Post Previous Post