নেপস (Neps) কি?
নেপস (Neps) হল কত গুলো আঁশ যা একক পর্যায়ে না গিয়ে একত্রিত হয়ে ক্ষুদ্র জট আকারে শক্ত দানার সৃষ্টি করে।
নেপস (Neps) হল কত গুলো আঁশ যা একক পর্যায়ে না গিয়ে একত্রিত হয়ে ক্ষুদ্র জট আকারে শক্ত দানার সৃষ্টি করে।
নেপস (Neps) কত প্রকার?
নেপস পাঁচ প্রকারঃ
- প্রসেস নেপস
- মিক্সড নেপস
- অপরিপক্ক নেপস
- হোমোজিনিয়াস ডেড নেপস
- ফাজ নেপস
ত্রুটিপূর্ণ কার্ডিং মেশিনের জন্য প্রসেস নেপস হয়ে থাকে।
(২) মিক্সড নেপস কি?
ফাইবার ছাড়া বিভিন্ন রকম অপদ্রব্য যেমনঃ পাথরের কুঁচি, কাঁকড়, বালুকণা ইত্যাদির চারপার্শে জমাট বেধে মিক্সড নেপস তৈরি হয়।
(৩) অপরিপক্ক নেপস কি?
অপরিপক্ব ফাইবার প্রসেস করার ফলে অপরিপক্ক নেপস তৈরি হয়।
(8) ফাজ নেপস কি?
অতি ক্ষুদ্র ফাইবারের দানাদার গুটির কারণে ফাজ নেপস এর সৃষ্টি হয়।
(৫) হোমোজিনিয়াস ডেড নেপস কি?
মৃত ফাইবারের জমাট বাঁধা দানার কারণে হোমোজিনিয়াস ডেড নেপস এর সৃষ্টি হয়।