ড্রইং কি ও ড্রইং কত প্রকার?

ড্রইং উপাদান
ড্রইং উপাদান

ড্রইং শব্দটি কিভাবে উদ্ভব হয়েছে?
ড্রইং শব্দটি ইংরেজি Draw হতে উদ্ভব হয়েছে।
 
ড্রইং এর অর্থ কি?
ড্রইং এর অর্থ হল রেখাপাতন, আঁকা, চিত্রাষ্কন ইত্যাদি।

ড্রইং কি?
রেখার মাধ্যমে কোন বস্তুর বাহ্যিক বা অভ্যন্তরীণ নকশা হল ড্রইং।

ড্রইং এর প্রয়োজনীয়তা?
  • ড্রইং এর মাধ্যমে মানব মনের সব কিছু ফুটিয়ে তোলা হয়।
  • রং,তুলি,পেন্সিল, কলম ইত্যাদি দ্বারা কাগজ ও কাঠ তৈরিতে ড্রইং এর প্রয়োজন হয়।
  • কোন বস্তুর বাস্তব গঠন ফুটিয়ে তোলার জন্য ড্রইং এর প্রয়োজন হয়।
  • দালানকোঠা,ঘরবাড়ি, কলকারখানার সাইজ  অঙ্কন করা জন্য ড্রইং এর প্রয়োজন হয়।
  • প্রাকৃতিক ও কৃত্রিম দৃশ্যাবলি ফুটিয়ে তোলার জন্য ড্রইং এর প্রয়োজন হয়।

ড্রইং এর প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো কি কি?
  • ড্রইং কাগজ
  • ড্রইং বোর্ড
  • পেন্সিল
  • রাবার বা ইরেজার
  • বোর্ড পিন
  • টী স্কয়ার
  • সেট স্কয়ার
  • ডিভাইডার
  • কম্পাস
  • স্কেল
  • সিরিজ কাগজ
  • ব্লেড
  • রুমাল ইত্যাদি।

ড্রইং কত প্রকার?

ড্রইং প্রধানত দুই প্রকারঃ
(ক) শৈল্পিক ড্রইং
(খ) ইন্জিনিয়ারিং বা কারিগরি ড্রইং

(ক) শৈল্পিক ড্রইং কি?

শিল্পীর আবেগ ও অনুভূতিই হল শৈল্পিক ড্রইং।যেমনঃ পেইন্টিং,বিজ্ঞাপন ইত্যাদি শৈল্পিক ড্রইং।

(খ) ইন্জিনিয়ারিং বা কারিগরি ড্রইং কি?
যে সকল ড্রইং এর মাধ্যমে কোন বস্তুর কাঠামো, পরিমাণ, নির্মাণ বিষয়ক যাবতীয় তথ্য উপস্থাপন করা হয় তাই কারিগরি ড্রইং।

ইন্জিনিয়ারিং বা কারিগরি ড্রইংকে কয় ভাগে ভাগ করা যায়?
কারিগরি ড্রইংকে দুই ভাগে ভাগ করা যায়ঃ
(ক) জ্যামিতিক ড্রইং
(খ) প্লেন জ্যামিতিক ড্রইং

(ক) জ্যামিতিক ড্রইং কি?
যে ড্রইং এর মাধ্যমে আয়তক্ষেত্র, ত্রিভুজ,বর্গক্ষেত্র,বৃত্ত অঙ্কন করা যায় তাই জ্যামিতিক ড্রইং।

(১) প্লেন জ্যামিতিক ড্রইং কি?
যে ড্রইং এর মাধ্যমে দ্বিমাত্রিক বস্তু যেমনঃ আয়তক্ষেত্র,ত্রিভূজ,বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তাই প্লেন জ্যামিতিক ড্রইং।

(২) সলিড জ্যামিতিক ড্রইং কি?

যে ড্রইং এর মাধ্যমে কোণ, সিলিন্ডার, গোলক অঙ্কন করা যায় তাই সলিড জ্যামিতিক ড্রইং।

(খ) যান্ত্রিক ড্রইং কি?

যে ড্রইং এর মাধ্যমে কোন মেশিন, মেশিনের পার্টস,ইঞ্জিন ইত্যাদির তথ্য উপস্থাপন করা হয় তাই যান্ত্রিক ড্রইং।

(১) টেক্সটাইল ড্রইং কি?
যে সকল ড্রইং বস্ত্র তৈরির ডিজাইনের জন্য ব্যবহার করা হয় তাই টেক্সটাইল ড্রইং।

(২) সামুদ্রিক ড্রইং কি?
ডক ইয়ার্ড তৈরি কারখানায় ব্যবহৃত ড্রইংকে সামুদ্রিক ড্রইং বলে।

(৩) কেবিনেট ড্রইং কি?

খাস কামরার আসবাবপত্রের ডিজাইনের জন্য যে ড্রইং করা হয় তাই কেবিনেট ড্রইং।

(৪) এয়ারক্রাফট ড্রইং কি?
যে সকল ড্রইং এ বিমান চালনা সংক্রান্ত ও বিমান তৈরির কারখানার ডিজাইনের জন্য ব্যবহার করা হয় তাই এয়ারক্রাফট ড্রইং।

(৫) শিট মেটাল ড্রইং কি?
তাপ,বায়ু, বাতাস বিশুদ্ধ করার জন্য যে ড্রইং ব্যবহার করা হয় তাই শিট মেটাল ড্রইং।

(গ) পুরকৌশল ড্রইং কি?
যে সকল ড্রইং এর মাধ্যমে ব্রীজ,বাঁধ,রাস্তা অঙ্কন করা হয় তাই পুরকৌশল ড্রইং।

পুরকৌশল ড্রইং কত প্রকার?
পুরকৌশল ড্রইং দুই প্রকারঃ
(১) কাঠামো গঠন সম্পর্কীয় ড্রইং 
(২) ম্যাপ ড্রইং

(১) কাঠামো গঠন সম্পর্কীয় ড্রইং কি?
দালান,ব্রিজের ডিজাইনের জন্য যে ড্রইং অঙ্কন করা হয় তাই কাঠামো গঠন সম্পর্কীয় ড্রইং।

(২) ম্যাপ ড্রইং কি?
যে সকল ড্রইং সীমানা প্রাচীরের জন্য উপস্থাপন করা হয় তাই ম্যাপ ড্রইং।

(ঘ) ইলেকট্রনিক ড্রইং কি?
যে সকল ড্রইং ইলেকট্রনিক সামগ্রী তৈরি করার কাজে ব্যবহার করা হয় তাই ইলেকট্রনিক ড্রইং।

(ঙ) স্থাপত্যিক ড্রইং কি?
যে সকল ড্রইং বহুতল বিশিষ্ট ভবনের সৌন্দর্যে ব্যবহার করা হয় তাই স্থাপত্যিক ড্রইং।

(চ) তড়িৎকৌশল ড্রইং কি?
যে সকল ড্রইং এর মাধ্যমে  তার,বোর্ড ইত্যাদির ডিজাইন অঙ্কন করা হয় তাই তড়িৎকৌশল ড্রইং।

উক্ত আলোচনা থেকে আমরা সহজে বুঝতে পারলাম যে, আমাদের বাস্তব জীবনে ড্রইং এর ভুমিকা অপরিসীম।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন