ডিফেক্ট বা অল্টার কি?
ডিফেক্ট বা অল্টার একটি পণ্যের একটি শারীরিক, ক্রিয়ামূলক বা নান্দনিক বৈশিষ্ট্য যা নির্দেশ করে পণ্যটির প্রয়োজনীয় সকল প্রয়োজনীয়তা সেই পণ্য দ্বারা পূরণ করা হয়নি।
ডিফেক্ট বা অল্টার কত প্রকার?
ডিফেক্ট বা অল্টার ৩ প্রকারঃ
- মেজর ডিফেক্ট
- মাইনর ডিফেক্ট
- ক্রিটিক্যাল ডিফেক্ট
মেজর ডিফেক্ট কি?
মেজর ডিফেক্ট বলতে এমন এক ডিফেক্টকে বোঝায় যেটার কারণে কাস্টমার অভিযোগ করে বা পন্য ফেরত দেয়।
মেজর ডিফেক্ট গুলো কাস্টমারের চোখ পড়ে বেশি। তবে ছোট ত্রুটিগুলো তুলনায় বড় ত্রুটিগুলি আরও বড় এবং দৃশ্যমান হয়। মেজর ডিফেক্ট গুলো কোনও পণ্যের কার্যকারিতা, দক্ষতা বা উপস্থিতিকে বিরূপ প্রভাবিত করতে পারে।
বায়ার সহজেই এই ত্রুটিগুলি শনাক্ত করতে পারে। মেজর ডিফেক্টের ক্ষেত্রে, বেশিরভাগ আমদানিকারকরা তাদের নমুনায় ছোট ছোট ত্রুটিগুলো তুলনায় একটি ছোট সীমা নির্ধারণ করে।
যেমনঃ ভাঙা সেলাই, সেলাই এড়িয়ে যান, ক্র্যাক স্টিচ, ওপেন সিম, প্লেট ইত্যাদি।
মাইনর ডিফেক্ট কি?
মাইনর ডিফেক্ট বলতে এমন এক ডিফেক্টকে বোঝায় যেটার কারণে কাস্টমার অভিযোগ করে না বা পন্য ফেরত দেয় না তবে গার্মেন্টস টা Requir Standard Maintain করে নেয়।
যেমনঃ Wavy Seam, Poly Bag wrinkle.
ক্রিটিক্যাল ডিফেক্ট কি?
ক্রিটিক্যাল ডিফেক্ট এমন এক ধরনের ডিফেক্ট যখন পোশাক ব্যবহার করা হয় তখন unless অবস্থায় থাকে অথবা যে সমস্যার কারণে পোশাক তার বিক্রি যোগ্যতা হারায় তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে।
যেমনঃ H&M এর পোশাকে যে লেবেল লাগানো উচিত সে লেবেল না লাগিয়ে অন্য লেবেল লাগানো।
একজন কোয়ালিটি থেকে কি কি শিখতে বলে যাবেন??
উত্তরমুছুন