থিকেনারের কাজ কি?
থিকেনার হল উচ্চ আনবিক ওজন বিশিষ্ট যৌগ, যা পানির সাথে মিশে ঘন আঠালো পেষ্ট তৈরি করে।
থিকেনার কত প্রকার?
থিকেনার তিন প্রকারঃ
- প্রাকৃতিক
- মডিফাইড
- সিনথেটিক
থিকেনারের কাজ কি?
থিকেনারের কাজ নিচে দেওয়া হলঃ
- ডাইষ্টাফ অথবা পিগমেন্টকে পেষ্ট হতে কাপড়ে স্থানান্তরিত করা হচ্ছে থিকেনারের প্রধান কাজ।
- থিকেনার কালার ব্লেন্ডিং হওয়া রোধ করে।
- থিকেনার কাপড়ের মধ্যে কালারের প্রধান বাহক হিসেবে কাজ করে।
- প্রিন্টিং পেষ্টকে নমনীয় এবং ভিসকোস করে থিকেনার।
- থিকেনার প্রন্টিং পেষ্টের ভিসকোসিটি বৃদ্ধি করে এবং কালারকে ফাইবারে ফিক্সেশন হতে সাহায্য করে।
- থিকেনার ভিসকোস হওয়া প্রিন্টিং পেষ্টকে রোলারের খোদাই করা অংশের মধ্যে লাগিয়ে থাকার প্রবণতা রোধ করে।
- এটি toxic নয়।
- থিকেনার এমন হতে হবে যেন কাপড়কে ধৌত করলে সহজে কাপড় হতে উঠে আসে এবং ডাইষ্টাফের কোন ক্ষতি না হয়।
- থিকেনার প্রিন্টিং পেষ্টে ব্যবহৃত সকল Auxiliaries এবং কেমিক্যালের সাথে বিক্রিয়া করে না।
- কাপড়ে ডাইং স্থায়ী হওয়ার পর থিকেনার যাতে সহজে দুর করা যায় সে গুণাবলি থাকতে হবে।