ট্রিমিং এবং এক্সেসোরিস এর মধ্যে পার্থক্য?

ট্রিমিং এবং এক্সেসোরিস
ট্রিমিং এবং এক্সেসোরিস

ট্রিমিং এবং এক্সেসোরিস এর মধ্যে পার্থক্য?

ট্রিমিংঃ
  • ট্রিমিং হলো এক ধরনের ম্যাটেরিয়াল যা গার্মেন্টসের সাথে সেলাই এর মাধ্যমে লাগানো থাকে।
  • গার্মেন্টস এর গুণগত মান বৃদ্ধির জন্য ট্রিমিং ব্যবহার করা হয়।
  • ট্রিমিং সবসময় গার্মেন্টস এর সাথে ঝুলানো থাকে।
  • ট্রিমিং Functional উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
  • কিছু ট্রিমিং যেমনঃ Button, Label, Zipper, Bow, Hook, Velcro, Rivet, Interlining, Piping ইত্যাদি।

এক্সেসোরিসঃ
  • এক্সেসোরিস হলো এক ধরনের ম্যাটেরিয়াল যা গার্মেন্টসের সাথে লাগানো থাকে না এটি শুধুমাত্র গার্মেন্টস ফিনিশিং এবং প্যাকিং করতে ব্যবহার করা হয়।
  • গার্মেন্টস এর বাহ্যিক সৌন্দর্য্য ও সুরক্ষার জন্য এক্সেসোরিস ব্যবহৃত হয়।
  • ট্রিমিং পোশাকের সাথে সরাসরি লেগে থাকে।
  • এক্সেসোরিস ডেকোরেটিভ উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
  • গার্মেন্টস ব্যবহারের সময় এক্সেসোরিস ব্যবহার করা হয় না।
  • কিছু এক্সোসোরিস যেমনঃ Poly bag, Hanger, Carton, Sticker, Tag ইত্যাদি।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন