টেক্সটাইল ডাইং ফিনিশিং ভাইবা?

টেক্সটাইল ভাইভা
টেক্সটাইল ভাইভা


সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?
কটন ফাইবারকে (Cotton)

প্রথম আবিস্কার করা crop ফাইবার এর নাম কি?
ফ্লাক্স ফাইবার।

প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা মেন মেইড ফাইবার এর নাম কি?
পলি এমাইড ফাইবার বা Nylon Fibre.

প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?
wool ফাইবার।

কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা হয়?
সিল্ক ফাইবার Silk.

ডিসপোজাল গার্মেন্টস কি?
এক বার ব্যবহার করা গার্মেন্টস কে বলা হয়।

ফাইবার ফিজিকেলী কত প্রকার?

ফাইবার ফিজিকেলী দুই প্রকারঃ 
  • স্টেপল ফাইবার 
  • এবং ফিলামেন্ট ফাইবার

সিংগেল এবং ডাবল জার্সির মধ্যে কোনটির কারলিং টেনডেনসি প্রপারটিজ শো করে?

সিংগেল জার্সির।

কাকে স্পিনিং এর আত্মা বলা হয়?
কার্ডিং।

ডাইং এর আত্মা বলা হয় কাকে?
স্কাওরিং ও ব্লিচিংকে।

ওয়েফ নিটিং এর স্টিচ কয়টি?
ওয়েফ নিটি এর ৩টি স্টিচ যথাঃ
  • প্লেইন নিট স্টিচ
  • পার্ল স্টিচ
  • রিব স্টিচ

কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়?
  • গ্রে কটন
  • ব্লিচ কটন

কালার অথবা ডাইড কটন ফেব্রিক
প্লাই ইয়ার্ন কি?

২ বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুইস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।

কম্বেড এবং কার্ডেড ইয়ার্ন এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় বেশি?
কার্ডেড ইয়ার্ন।

বাটনের সাইজ কোন একক দিয়া মাপা হয়?

বাটনের সাইজ লাইন একক দিয়া মাপা হয়।
 
কত ধরনের ডাইং মেথড আছে এবং কি কি?
ছয় ধরনের ডাইং মেথড আছে যেমনঃ
  • স্টোক ডাইং
  • টপ ডাইং
  • ইয়ারন ডাইং
  • পিচ ডাইং
  • গার্মেন্টস ডাইং
  • ডোপ ডাইং মেথড

কি কি ধরনের কেমিক্যাল প্রসেস ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে?
  • স্কাওরিং
  • ব্লিচিং
  • ব্লিচ ক্লিন আপ
  • ডি-সাইজিং
  • ফেব্রিক সফেনিং এবং
  • মার্সারাইজেশন

বাইন্ডার কখন ব্যবহার করা হয়?
পিগমেন্ট ডাইং, ফ্লোরোসেন্ট ডাইং, প্রিন্টিং এ বাইন্ডার ব্যবহার করা হয়।

পিগমেন্ট কালার ফিক্সট করার জন্য কি প্রসেস ব্যবহার করা হয়?
কিউরিং।

মার্সারাইজেশন এর প্রধান উদেশ্য কি?
ফেব্রিকের শক্তি
উজ্জলতা
এবজরবেন্সি বাড়াতে সাহায্য করে।

মার্সারাইজ করা হয় কোন কাপড়ে?
ওভেন কাপড়ে।

হেয়ারিনেস দুর করা হয় কোন প্রসেসে?
ওভেন কাপড়ের হেয়ারিনেস দুর করা হয় সিনজিং এর মাধ্যমে এবং নিট কাপড়ের হেয়ারিনেস দুর করা হয় বায়োটেকনোলজিতে।

ডেনিম কাপড় ডাইং করা হয় কোন ডাইস দিয়া?
  • ভ্যাট ডাইড
  • সালফার ডাইজ

ভ্যাট ডাইসের রাবিং ফাস্টনেস কত?
ভ্যাট ডাইসের রাবিং ফাস্টেনেস ২-৩।

কালার থিওরী কয়টি এবং কি কি?
কালার থিওরী ২টি যথাঃ
  • পিগমেন্ট থিওরি
  • লাইট থিওরী

কি দিয়ে সব ধরনের কাপড় কালার করা যায়?
পিগমেন্ট।

টেম্পোয়ারি ওয়াটার হার্ডনেস কিভাবে দুর করা যায়?
বাই হিটিং এর মাধ্যমে। 

ড্রাফটের লিমিট কত স্প্রিড ফ্রেমের?
ড্রাফটের লিমিট ৩০-৬০ স্পিড ফ্রেম।

ডেনিমের সুতা বানানো হয় কি থেকে?
ডিরেক্ট স্লাইভার থেকে।

মসলিন কাপড়ের কাউন্ট কত?
মসলিন কাপড়ের কাউন্ট ৩০০ Ne

স্লাইভার এর কাউন্ট কত?
স্লাইভার এন কাউন্ট ০.১ Ne

রাবিং এর কাউন্ট কত?
রাবিং এর কাউন্ট ১-৩ Ne

পপলিনের কাউন্ট কত?
পপলিনের কাউন্ট 40 Ne

লুঙ্গির কাউন্ট কত?
লুঙ্গির কাউন্ট ৩০ Ne

নরমাল শার্টের কাউন্ট কত?

নরমাল শার্টের কাউন্ট ৩০-৪০।

ভয়েল ফেব্রিকের কাউন্ট?
ভয়েল ফেব্রিকের কাউন্ট ৬০।

নিটিং কাপড় প্রডিউস হয় কিভাবে?
ইন্টার লুপিং এর মাধ্যেমে।

ওভেন কাপড় কিভাবে প্রডিউস হয়?
ইন্টারলেছিং এর মাধ্যেমে।

কোন নিটিং সিস্টেমে সিংগেল ইয়ারন ব্যবহার করে ফেব্রিক প্রডিউস হয়?
weft knitting.

warp এর অন্য নাম কি?
ends.

weft এর অন্য নাম কি?
পিক (Pick)

নিডেল individually কাজ করে কোন নিটিং মেশিনে?
weft knitting m/c

নিডেল unitedly কাজ করে কোন নিটিং মেশিনে?
warp knitting m/c

held loop কোন লুপ থেকে বড়?
নিট লুপ।

সিংগেল জার্সি কাপড় চেনার উপায় কি?
ফেইচ এবং ব্যাক পার্টস ভিন্ন।

ডাবল জার্সি কাপড় চেনার উপায় কি?
ফেইচ এবং ব্যাক পার্টস সেইম বা একই দেখায়।

jacquard loom m/c এর মেক্সিমাম warp thread কন্ট্রলিং এর ক্যাপাসিটি কত?
১৮০০টি।

নোটেশন কাকে বলে?

নিটিং এর স্ট্রাকচার প্রকাশের জন্য যে সংকেত বা প্রতিক ব্যবহার করা হয় তাকে নোটেশন বলে।

মেকানিক্যাল বন্ডিং গুলো কি কি?

  • নিডেল ফেল্টিং
  • স্টিচ বন্ডিং
  • হাইড্রোয়েনট্যাংলিং

আন্ডারল্যাপ কাকে বলে?
লুপ স্ট্রাকচার এর দ্বিতীয় অংশটি সুতার দৈর্ঘ্য লুপকে সংযোগ দেয় যাকে আন্ডার ল্যাপ বলে।

স্ট্যাপল পলিয়েস্টার নিট কারখানায় কম ব্যবহৃত হয় কেন?
গুটি বাঁধার কারণে স্ট্যাপল পলিয়েস্টার নিট কারখানায় কম ব্যবহৃত হয়। 

রৈখিক ক্যাম কাকে বলে?
যে সম্মিলন ক্যাম এর নিডেল ট্র্যাক সর্বদা সরলরেখায় থাকে তাকে রৈখিক ক্যাম বলে।

নিট সুতায় মোমের প্রলেপ দেয়া হয় কেন?

নিট সুতায় মোমের প্রলেপ দেয়া হয় নিডেল যাতে বার বার না ভাংগে, ও ঘর্ষনে সুতা যাতে না হেয়ারি হয়।

নন জ্যাকার্ড মেশিন কত কাটের হয়?
নন জ্যাকার্ড মেশিন ২৪ কাটের হয়।

নন জ্যাকার্ড মেশিন কাকে বলে?
নিটিং মেশিনে ডায়াল ও সিলিন্ডার  উভয় চার ট্র্যাক ক্যাম সিস্টেম অন্তর্ভুক্ত করা নিটিং মেশিনকে নন জ্যাকার্ড  মেশিন বলে।

সিংগেল জার্সি জ্যাকার্ড কাকে বলে?
সিংগেল জার্সি জ্যাকার্ড এক বিশেষ ধরনের ডিজাইন, যা নিট ও মিস স্টিচের সমন্বয়ে গঠিত।

নিট প্লেটিং এর বিকল্প কি?
আজকাল নিট প্লেটিং এর বিকল্প হিসাবে এমব্রয়ডারি মোটিফ প্লেটিং করা হয়।

ইন্টারলক ফেব্রিক তৈরিতে কমপক্ষে কয়টি ফিডার লাগে?
দুই বা ততোধিক।

মাল্টি অ্যাক্সিয়াল কাপড়ের স্তরগুলো কিভাবে সজ্জিত থাকে?
  • উল্লম্ব
  • অনুভূমিক
  • কোনাকুনি

মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক কাকে বলে?
ওয়ার্প নিটের সাহায্য গঠিত কাপড়,  যা তিন বা ততোধিক স্তরের প্রচুর সংখ্যক সরল সুতা প্রত্যেকে পরস্পর বিভিন্ন কোণে সজ্জিত থাকে তাকে মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক বলে।

সগিং মোশন কি?
নিডেল বারের সমান্তরালে গাইড বারের যে মুভমেন্ট তাকে সগিং মোশন বলে।

ড্রইং মেশিনের কাজ কি?
  • ড্রইং
  • ডাবলিং
  • ড্রাফটিং

সিমপ্লেক্স মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
সিমপ্লেক্স মেশিনের ইনপুট হল ড্রইং স্লাইভার আর আউটপুট হল রোভিং।

রিং ফ্রেম মেশিনের ইনপুট ও আউটপুট কি?
রিং ফ্রেম মেশিনের ইনপুট রোভিং এবং আউটপুট হল ইয়ার্ন।

ড্রইং মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
স্লাইভার।

কম্বার মেশিনের ইনপুট & আউটপুট কি?
কম্বার মেশিনের ইনপুট হল ল্যাপ এবং আউটপুট হল স্লাইভার।

সুপার ল্যাপ ফরমার মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
সুপার লেপ ফরমার মেশিনের ইনপুট ড্রইং স্লাইভার এবং আউটপুট হল ল্যাপ।

ড্রইং মেশিনে কয়টি ক্যাম ফিট করতে হয়?
৬-৮টি।

রিং ফ্রেম মেশিনের ওয়েস্ট কে কি বলে?
নিউমোফিল বা pneumafil.

কম্বার মেশিনের ওয়েস্টকে কি বলা হয়?
কম্বার মেশিনের ওয়েস্টকে নয়েল noile বলা হয় যা ১২-১৮% হতে পারে।

ডাইং এর ইম্পরটেন্ট বিষয় কয়টি?
ডাইং এর ইম্পরটেন্ট ২টি যথাঃ
  • কালার ফাস্টনেস
  • কালার ম্যাচিং

সেল্ফ শেড কি?
১টি মাত্র ডাইস দিয়া কাপড় রং করাকে সেল্ফ শেড বলে।

টোনাল ডিফারেন্স কি?
১টি কালারের সাথে অন্য কালারের টোন পার্থক্যকে বলে।

নেপ কাউন্ট কি?
এক ইঞ্চি স্কায়ারে যতটা নেপ থাকে তাকে নেপ কাউন্ট বলে।

ডাইং এর ইউটিলিটজ কি কি?
  • পাম্প
  • জেনেরেটর
  • বয়লার
  • গ্যাস

টেক্স্যটাইল ফাইবারের মিনিমাম  স্ট্রেংথ কত?
6 CN/TEX

কটন এর MR% মানে ময়সচার রিগেইন % কত?
৮.৫%

উল এর MR% কত?
১৬%

পলিয়েস্টার এর MR% কত?
০.৪%

সিল্ক এর  MR% কত?
১১%

টুইস্ট কত প্রকার?
টুইস্ট ২ প্রকার যথাঃ 
  • S টুইস্ট 
  • Z টুইস্ট

রিং ইর্য়ান কোন টুইস্টে বুনন করা হয়?
Z টুইস্ট

রোটর ইর্য়ান কোন টুইস্ট প্রসেস?
S টুইস্ট

ইনডাইরেক্ট সিস্টেমে কি ফিক্সট থাকে?
ভর ফিক্সট।

কটন এর ফাইননেস কি দিয়ে নির্ধারন করা হয়?
মাক্রোনিয়ার ভ্যালু দিয়ে।

স্টেপল লেংথ কি?
ফাইবারের এভারেজ লেংথকে স্টেপল লেংথ বলা হয়।

পিচ কি?
১টি নিডেল থেকে অন্য ১টি নিডেলের দূরত্বকে পিচ বলে।

নিটিং কত প্রকার?
নিটিং ২ প্রকার যথাঃ
  • warp নিটিং
  • weft নিটিং 

Warp knitting এর ইলিমেন্ট কি কি?
  • নিডেল
  • ক্যাম 
  • সিনকার
  • গাইড

Weft knitting এর ইলিমেন্ট কি কি?
  • নিডেল
  • সিনকার
  • ক্যাম

কত সেট সুতা ব্যবহার করা হয়  নিটিং করতে?
১ সেট সুতা।

কত সেট সুতা ব্যবহার করা হয় উইভিং করতে?
২ সেট সুতা।

নিডেল কত প্রকার?

নিডেল ৩ প্রকার যথাঃ
  • লেচ নিডেল
  • বিয়ারড নিডেল
  • কমপাউন্ড নিডেল

নিটের কাপড় কত ধরনের হয়?
নিটের কাপড় ২ ধরনের যথাঃ
  • cutting এবং
  • sew knit wear

নিটিং এর  স্টিচ কত প্রকার?

নিটিং ৩ প্রকার যথকঃ  
  • নিট স্টিচ
  • টাক স্টিচ
  • মিস স্টিচ

ক্যাম কত প্রকার?
  • types of cam
  • stitch cam
  • rising cam
  • Guard cam
  • Upthrow cam

M:L রেশিও কেন ইম্পরটেন্ট ডাইং এর জন্য?
M:L ছাড়া প্রয়োজনীয় পরিমান ডাইস
কেমিক্যাল পানি নিতে পারব না ডাইং এবং ওয়াশিং এর জন্য তাই M:L ইমপরটেন্ট।

গার্মেন্টস ওয়াশিং এ কি কি কেমিক্যাল অ্যাকশন হয়?
গার্মেন্টস ওয়াশিং এ ৩টি কেমিক্যাল অ্যাকশন হয়ঃ
  • রেগুলার (ব্লিচ ওয়াশ)
  • ইরেগুলার (এসিড ওয়াশ) এবং
  • লোকাল  (পি পি ইসপ্রে, পি পি সপুনজ)

কি কি ফেক্টর ডিপেন্ড করে অ্যাকশন অব ওয়াশিং?
টাইম

  • টেম্পারেচার 
  • মেকানিক্যাক অ্যাকশন
  • কেমিক্যাল অ্যাকশন

কস্টিং এবং প্রাইজিং কি?
কস্টিং হল টুটাল কনজামশন অব গার্মেন্টস যেখানে প্রফিট এড থাকে না।

কস্টিং এর সাথে যখন প্রফিট যুক্ত থাকব তখন একে প্রাইজিং বলা হয়।

লেবেল কত প্রকার?
লেবেল ৩ প্রকার যথাঃ
  • মেইন লেবেল
  • সাইজ লেবেল
  • কেয়ার লেবেল

জ্যাকেটে কতটা পার্টস থাকে?
জ্যাকেটে তিনটা পার্টস থাকেঃ
  • আপার পার্টস ” কল শে’ল্ল
  • ইনার পারটস কল লাইনিং
  • মিডেল পারস্ট কল ইন্টারলাইনিং

WWSC & RSWD বলতে কি বুঝায়?
WWSC= WASH WITH SIMILAR COLOR
RSWD= RE SHAPE WHILST DAMP

TAP এবং AQL কি?
TAP= Total acceptable product in a lot
AQL=acceptable quality limit

বাংলাদেশের প্রথম গার্মেন্টসের নাম কি?
রিয়াজ গার্মেন্টস।

শার্ট বানানোর জন্য কয়টি সেকশন থাকে?
৩টি যথাঃ
  • কলার
  • কাফ
  • বডি সেকশন

গার্মেন্টসে CAM এর কাজ কি?
সেলাই / কাটিং /ফেব্রিক স্প্রেডিং এবং মোভ করা।

CAD এর কাজ কি?
গার্মেন্টস ডিজাইন/মার্কার মেকিং/প্যাটার্ন প্রিপারেশন এবং গ্রেডিং।

মার্কারের উদ্দেশ্য কি?

কাপড়ের অপচয় কমানো হয়।

সুইং এবং স্টিচিং এর মধ্যে মেইন পার্থক্য কি?
  • সুইং ইনভিজিবল
  • স্টিচ ভিজিবল

কমপ্লাইন্স এর কাজ কি?
শ্রমিকের অধিকার এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন