টেক্সটাইল ডিজাইন |
ডিজাইন কি?
সুন্দর জিনিসের প্রতি সকল মানুষ আকৃষ্ট হয়। মানবদেহ, ফুল, ফল, জীবজন্তু, পাতা ইত্যাদিকে একজন ডিজাইনার আর্ট কাগজে বা কাপড়ে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে তাই ডিজাইন।
সুন্দর জিনিসের প্রতি সকল মানুষ আকৃষ্ট হয়। মানবদেহ, ফুল, ফল, জীবজন্তু, পাতা ইত্যাদিকে একজন ডিজাইনার আর্ট কাগজে বা কাপড়ে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে তাই ডিজাইন।
টেক্সটাইল ডিজাইন কাকে বলে?
কাপড় তৈরি সংক্রান্ত বুনন কাগজে বা কাপড়ে প্রতিফলন করাকে টেক্সটাইল ডিজাইন বলে।
টেক্সটাইল ডিজাইনের গুরুত্বসমূহ?
- টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে ডিজাইনের ধরন সম্বন্ধে ধারণা লাভ করা যায়।
- টানা ও পড়েন সুতার সংখ্যা জানা যায়।
- কাপড়ের গঠন সম্বন্ধে জানা যায়।
- কাপড়ের রিপিট সম্বন্ধে জানা যায়।
- টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে কাপড় মোটা বা চিকন তা জানা যায়।
- টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে কাপড়ের ড্রাফটিং ও লিফটিং প্লান জানা যায়।
- টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে সুতার ধরন ও কাউন্ট সম্পর্কে জানা যায়।
- টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে টানা ও পড়েন সুতার ইন্টারলেসমেন্ট ছক কাগজে বিভিন্ন মার্কিং এর মাধ্যমে একজন টেক্সটাইল বিশেষজ্ঞের কাছে সহজে উপস্থাপন করা সম্ভব।
- টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে সহজে রঙ্গিন সুতা দ্বারা কাপড়ের ডিজাইন ফুটিয়ে তোলা সম্ভব।
- টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে লিফটিং জানা সম্ভব অর্থাৎ ঝাঁপের কোনটি উপরে উঠবে আবার কোনটি নিচে নামবে তা একজন তাঁতি সহজেই জানতে পারে।
- পরিশেষে বলা যায় যে, টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় ব্যবহার করতে পারি।
আমি একজন টেক্সটাইল ডিজাইনার ডিজাইন করি আমার সাথে যোগাযোগ
উত্তরমুছুনমোবাইল নাম্বার
01827619749