জিএসএম (GSM) এর পূর্নরূপ কি?
জিএসএম (GSM) এর পূর্নরূপ হল Grams per Square Meter (g/m2) বা গ্রাম পার স্কয়ার মিটার।জিএসএম (GSM) কি?
জিএসএম (GSM) হল গ্রাম পার স্কয়ার মিটার Grams per Square Meter (g/m2)।জিএসএম (GSM) কাকে বলে?
এক স্কয়ার মিটার ফেব্রিকের ওজন যত গ্রাম হবে সেটাই তার জিএসএম (GSM)।জিএসএম বের করার নিয়ম?
আমার যারা টেক্সটাইল ও গার্মেন্টসের চাকরি করি তারা সবাই জিএসএম শব্দটির সাথে পরিচিত। জিএসএম শব্দটি বিশেষ করে ফেব্রিক কাটিং এর সাথে সম্পর্কিত।গার্মেন্টসের একটি কাপড় নিটিং ও উইভিং থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত অনেক বার জিএসএম টেষ্ট করতে হয়। কিন্তু প্রতি বার টেষ্টে যদি এক বর্গমিটার করে কাপড় নষ্ট হয় তাহলে কোম্পানির যথেষ্ট প্রসেস লসের কারণ। তাই একে অনুপাতিক হারে কমিয়ে আনা হয়, যেনো ফেব্রিক অপচয় না করেই কাপড়ের কাংখিত জিএসএম পাওয়া যায়।
আর জিএসএম কাটার সুবিধার জন্য একে বৃত্ত আকারে কাটা হয়। জিএসএম স্কয়ার হলে ফেব্রিক কাটতে যথেষ্ট ঝামেলা পোহাতে হতো সঠিক নিয়মে কাটা যেতো না। তাই ফেব্রিক টু ব্লেড এর গ্রিপ হতো না।
একটি জিএসএম কাটার এক বর্গ মিটার কে ১০০ গুন ছোট করে কাটে মানে এর ক্ষেত্রফল হয় ১০x১০ বর্গ সে.মি। তাই ওয়েট স্কেলে যদি শো করে ১.৬ গ্রাম এর মানে এর GSM হবে ১.৬×১০০= ১৬০ গ্রাম।
আপনাদের একটি প্রশ্ন করি ১০x১০ বর্গ সে.মির ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস কত হবে?
আসুন সমাধান করি
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = π r2 ( পাই ইনটু আর স্কয়ার )
এখানে r= ব্যাসার্ধ
Area A= π r2
Here area=100 cm2
100 = 3.1416 x r2
100 ÷ 3.1416= r2
r = root (31.8309)
Radius r = 5.64188
Dia D = r×2
D = 5.64188×2
= 11.2837
অতএব 5.64×2 = 11.28 সে.মি.
১১.২৮ সেন্টিমিটার ডায়ার একটি সার্কেল ১×১ স্কয়ার মিটার এর ১০০ ভাগের এক ভাগ।
জিএসএম (GSM) নিয়ে বিস্তারিত আলোচনা?
- সাধারণত নীট ফেব্রিকের জিএসএম (GSM) চেক করা হয়। ওভেন ফেব্রিকের জিএসএম (GSM) চেক করা হয় না।
- তবে বর্তমান সময়ে বায়াররা ফেব্রিকের অর্ডার দেওয়ার পাশাপাশি তার জিএসএম (GSM) ও নির্দিষ্ট পরিমাপ করে দেয়।
- ফেব্রিক এর জিএসএম (GSM) যত বেশি হবে ফেব্রিক ততটা ঘন এবং মোটা হবে।
- যে ফেব্রিকের জিএসএম (GSM) যত বেশি হবে, ওই ফেব্রিক তৈরি করার সময় সুতা ততো বেশি প্রয়োজন হবে। ফেব্রিক এর দামও তত বেশি হবে।
- ফেব্রিকে রিল্যাক্সে (Relax) অথবা ঠান্ডা কোন কক্ষে রাখলে ফেব্রিকের জিএসএম (GSM) বাড়ে।
- ফেব্রিকের উইথ (Width) কমিয়ে লেংথ (Length) বরাবর ওভার ফিড দিলে জিএসএম (GSM) বাড়ে।
- ফেব্রিকের স্টিচ লেন্থ (stitch length) কমিয়ে দিলে জিএসএম (GSM) বাড়ে।
- ফেব্রিকের ফিজিক্যালি (Physical) প্রপার্টির (Property) মাঝে স্রিংকেজ (shrinkage) এর পরে জিএসএম (GSM) এর গুরুত্ব অনেক বেশি।
- নিট ফেব্রিকের ক্ষেত্রে বাইরে রিকোয়ারমেন্ট (requirement) অনুযায়ী জিএসএম (GSM) হতে হবে।
- সাধারণত জিএসএম (GSM) এর ক্ষেত্রে বায়ার টলারেট (tolerate) করে (+) যোগ বা বিয়োগ (-) 5 আবার কিছু কিছু ক্ষেত্রে (+) যোগ বা বিয়োগ (-) 10 পর্যন্ত হয়ে থাকে।
- জিএসএম (GSM) কমানোর ক্ষেত্রে মেকানিক্যাল প্রসেস ডায়া (Dia) বাড়িয়ে আন্ডার ফিড করে স্টেনটার মেশিন চালালে জিএসএম (GSM) কমবে।
- জিএসএম (GSM) বাড়ানোর ক্ষেত্রে ম্যাকানিক্যাল প্রসেস ফেব্রিকের টেনশন লেস করে 80%–100% করে ওভার ফিড করে স্টেনটার মেশিনে ফিশিং করে দিতে হবে।
- কম্পেক্টিং মেশিন দ্বারা ওভার ফিড করে নিলেই জিএসএম (GSM) বাড়বে।
- স্টিম ছাড়াই ব্ল্যাঙ্কেট প্রেসার কমিয়ে কম্পেক্টিং করলে ফেব্রিকের জিএসএম (GSM) কমবে।
- ফেব্রিকের রোল বাই রোল হাইড্রো এক্সট্রাক্ট রিলাক্স ড্রায়ার মেশিন দ্বারা ড্রাই করে নিতে হবে।
- জিএসএম (GSM) কম অথবা বেশি হলে যা যা সমস্যা হতে পারে
- বায়ার ফেব্রিক তৈরির অর্ডার দেওয়ার সময় জিএসএম(GSM)এর টার্গেট নির্দিষ্ট করে দেওয়া হয়, নির্দিষ্ট টার্গেটের থেকে +/-৫ পর্যন্ত চলে। আবার কিছু কিছু ফ্যাক্টরিতে +/-১০ ও চলে। কিন্তু এর বেশি বা কম হলে বায়ার তার অর্ডার বাতিল করে দেয়।
- ফেব্রিকের জিএসএম (GSM) বেশি মানে, ওই ফেব্রিকে লুপ বেশি। আর লুপ বেশি মানেই সুতা বেশি।
- ফেব্রিকের সুতা বেশি হলে ম্যানুফ্যাকচারার দের দের লসের মুখে পড়তে হয়।
- যদি পোশাক শিপমেন্ট এর বদলে এয়ারে পাঠানো হয় তাহলে, জিএসএম (GSM) বেশি হবার কারণে পোশাকের ওজন বেড়ে যাবে। তার জন্য কোম্পানিকে আলাদা খরচ গুনতে হবে ইত্যাদি।