ব্লিচিং এর উদ্দেশ্য?

ব্লিচিং মেশিন
ব্লিচিং মেশিন

ব্লিচিং এর উদ্দেশ্য কি?
ব্লিচিং এর উদ্দেশ্য হলঃ
  • কাপড় হতে প্রাকৃতিক রং দূর করা।
  • কাপড়ের শোষন ক্ষমতা বৃদ্ধি করা।
  • কাপড় ব্লিচিং করা হলে ডাইং এর সময় সুষম শেড পাওয়া যায়।
  • ফলে পরবর্তী প্রক্রিয়াগুলোতে সময়, শ্রম ও কেমিক্যাল সাশ্রয় হয়।
  • কাপড়কে স্থায়ীভাবে ধবধবে সাদা করা।
  • কাপড়কে হাইড্রোফিলিক প্রকৃতির করে তোলা যাতে পরবর্তী ফিনিশিং প্রক্রিয়া যেমনঃ ডাইং, প্রিন্টিং ইত্যাদির কাজের সুবিধা হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন