টেক্সটাইল ও গার্মেন্টসের চাকুরিতে রেফারেন্স কিভাবে কাজ করে?

রেফারেন্স
রেফারেন্স

রেফারেন্স কি?
রেফারেন্স একটি ইংরেজি শব্দ যার অর্থ উল্লেখ করা বা সম্পর্ক স্থাপন করা।

উদাহরণঃ
বিয়ের ক্ষেত্রে যেমন মেয়ে পক্ষ ঘটক কে ভাল ছেলে দেখতে বলে ঠিক তেমনি ভাবে ছেলে পক্ষ ভাল মেয়ে দেখা জন্য ঘটক কে বিয়ে ব্যপারে বলে এখানে তৃতীয় পক্ষ বা ঘটক যে বিয়ের কার্যটি সম্পন্ন করলো সেটি হলো মুলত রেফারেন্স।

অর্থাৎ তৃতীয় পক্ষের দ্বারা কাউকে পরিচিত করা বা সম্পর্ক স্থাপন করাকে রেফারেন্স বলে। অন্যভাবে বলা যেতে পারে রেফারেন্স বলতে কোন কিছু উদ্ধৃত বা উল্লেখ করাকে বুঝায়।অথবা পুরনো কোন স্মৃতি স্মরণ করে দেয়।

রেফারেন্স এর উদ্দেশ্য কি?
রেফারেন্সের মাধ্যমে মানুষের উদ্দেশ্য ও লক্ষ্য সহজে সফল হয়। এবং এর ফলে মানুষ সহজে তার উদ্দেশ্য কে বাস্তবায়ন করতে পারে।

রেফারেন্স কাকে বলে?
রেফারেন্স বলতে বুঝায় কার মাধ্যমের সাহায্যে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করা বা তুলে ধরাকে বুঝায়।

রেফারেন্স কেন এত গুরুত্বপূর্ণ?
রেফারেন্সের মাধ্যমে মানুষ তার পরিচিত ও অপরিচিত লোকজনের দ্বারা অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। 

যার ফলে মানুষের প্রয়োজনীয় যাবতীয় উদ্দেশ্য সহজে সফল হতে পারে। এদিক থেকে বিবেচনা করে বলা যায় রেফারেন্সের গুরুত্ব অপরিসীম।

টেক্সটাইল বা গার্মেন্টস সেক্টরে রেফারেন্স এর ভূমিকা?
টেক্সটাইল অথবা গার্মেন্টস সেক্টরে চাকরি জন্য রেফারেন্স বড় ভূমিকা পালন করে। বলা যেতে পারে টেক্সটাইল বা গার্মেন্টস সেক্টরে রেফারেন্স ছাড়া কোন চাকরি হয় না। কারণ রেফারেন্স ছাড়া এসব সেক্টরে খুব কম সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়।

টেক্সটাইল বা গার্মেন্টস সেক্টরে কেন কেউ কারও রেফারেন্সের দিতে চায় না?
 কারণ হলো কোন কোম্পানি চায় না তাদের কোম্পানিতে অপরিচিত ব্যক্তি আসুক। ধরুন একটি কোম্পানিতে আপনি নতুন চাকুরি নিয়েছেন কারও রেফারেন্স ছাড়া।

আপনাকে কোম্পানি যে পদে জব দিয়েছে সেই পদ আপনার  ভালো লাগে না। তাই আপনি সেই কোম্পানির চাকুরী ছিড়ে দিলেন। অথবা আপনি কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে অন্য জায়গায় চলে গেলেন। তবে কোম্পানি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে।

এক্ষেত্রে কোম্পানি দেখবে আপনি কার রেফারেন্সে চাকুরী নিয়েছিলেন। আর আপনি যার রেফারেন্সে জব নিয়েছিলেন কোম্পানি সেই রেফারেন্স দাতা ব্যক্তিকে জবাবদিহিতা করবে। তাই কোন কোম্পানিতে চাকুরী করার আগে মন স্থির করে ভেবে ভালো কোন রেফারেন্স নষ্ট করবেন না। যাতে আপনার কারনে রেফারেন্স দাতার মন ক্ষুন্ন না হয়।

রেফারেন্স কোন ক্ষেত্রে বেশি প্রয়োজন?
টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে বর্তমান সময়ে বলা যেতে পারে রেফারেন্স ছাড়া শতকরা ৭৫℅ ভাগ জব না পাওয়ার সম্ভবনা বেশি থাকে। কারণ হলো রেফারেন্স ছাড়া বিশেষ করে প্রাইভেট সেক্টরে জব পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে।

পরিশেষে বলা যায় যে রেফারেন্স টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে বিশেষ অবদান রাখে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন