জিপারের কয়টি অংশ কি কি?


জিপার
জিপার

জিপারের কয়টি অংশ কি কি?
জিপারের প্রধানত ছয়টি অংশ থাকেঃ
  • টপ স্টপ
  • স্লাইডার বডি 
  • পুল ট্যাব
  • টেপ
  • বটম স্টপ 
  • রিটেইনার বাক্স

টপ স্টপ (Top Stop) কি?
স্লাইডারকে জিপারের শীর্ষে আসতে টপ স্টপ বাধা দেয়।

স্লাইডার বডি (Slider Body) কি?
দুই পাশের দুই টেপের সাথে যুক্ত দাঁত গুলোকে একত্রিত বা আলাদা করে স্লাইডার বডি।

পুল ট্যাব (Pull Tab) কি?
স্লাইডার বডিকে উপরে নিচে আনা ও নেওয়ার কাজ করে পুল ট্যাব।

টেপ (Tape) কি?
দাঁত/চেইন যে ফেব্রিকের সাথে সংযুক্ত থাকে তাই টেপ।

বটম স্টপ (Bottom Stop) কি? 
স্লাইডার কে জিপারের শেষ অংশে আসতে বাধা দেয় বটম স্টপ।

রিটেইনার বাক্স (Retainer Box) কি? 
জিপারকে এক সাথে সুরক্ষিত অবস্থায় রাখে এবং স্লাইডারকে জিপারের নীচে আসতে বাধা দেয় রিটেইনার বাক্স।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন