সিমপ্লেক্স কি?
স্পিনিং এর পূর্বে এবং ড্রইং এর পরে যে মেশিনের সাহায্যে স্লাইভারসমূহকে আর সুক্ষ করে রোভিং আকারে নিয়ে আসা হয়, সে মেশিনকে সিমপ্লেক্স মেশিন বলে।
সিমপ্লেক্স এর অন্য নাম কি?
সিমপ্লেক্স এর অন্য নাম স্পিড ফ্রেম বা ফ্লাই ফ্রেম।
সিমপ্লেক্স মেশিনের কাজ কি?
সিমপ্লেক্স মেশিনে প্রধানত চার ধরনের কাজ হয়ে থাকেঃ
- ড্রাফটিং
- টুইস্টিং
- ওয়াইন্ডিং
- ব্লিন্ডিং
ড্রাফটিং কি?
ড্রইং থেকে প্রাপ্ত স্লাইভারসমূহকে ড্রাফটিং এর মাধ্যমে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে তুলনামূলক হালকা অর্থাৎ কম কাউন্টের রোভিং তৈরি করা হয়। সিমপ্লেক্স মেশিনের ড্রাফটিং জোনে ৩ জোড়া রোলার অর্থাৎ থ্রি ওভার থ্রি ড্রাফটিং পদ্ধতি কাজ করে।
টুইস্টিং কি?
রোভিং এ অবস্থিত আঁশসমূহ যাতে খুলে না পড়ে সেজন্য আঁশসমূহকে সামান্য পাক দেওয়া হয়। এবং সামান্য টেনশনে ববিনে জড়ানো হয়। পাকের ফলে রোভিং এর শক্তি সামান্য বৃদ্ধি পায় ও সমান্তরাল আঁশসমূহ রোভিং এর পৃষ্ঠে থেকে খুলে যেতে পারে না।
ওয়াইন্ডিং কি?
সামনের রোলার হতে বের হওয়া রোভিং সামান্য পাক দিয়ে একটি নিদিষ্ট গতিতে ববিনে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং বলে।
ব্লিন্ডিং কি?
সুনির্দিষ্ট নিয়মে ও সুনির্দিষ্ট আয়তনের প্যাকেজ অর্থাৎ রোভিং ববিন তৈরির লক্ষ্যে বিন্ডিং মোশন করা হয়।