জেনে নিন কাপড় থেকে রঙ উঠবে কি না?

কাপড়ের রঙ
কাপড়ের রঙ

জেনে নিন কাপড় থেকে রঙ উঠবে কি নাঃ

নতুন ফ্যাশনের জামা কাপড় ক্রয় করতে চান অনেকেই। কারও আবার সস্তাতে জামা কাপড় খোঁজার প্রবনতা বেশি থাকে। আর সস্তায় বা দামি জামা কাপড় যাই কেনা হোক কেন কাপড় থেকে রঙ উঠলে পুরো টাকাটাই পানিতে। দু’দিন ব্যবহার করতে না করতেই যদি নতুন কাপড় হয়ে যায় ন্যাকড়া। আর কাপড়ের কাঁচা রঙ ত্বকের সাথে লেগে অনেক সময় অ্যালার্জি এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর তাই জামা কাপড়ের রঙ কতটা পাকা, সেটা বুঝে কেনা উচিৎ। কিন্তু প্রশ্ন হল কাপড় না ব্যবহার করে কি করে বুঝবেন কাপড়ের রঙ কাঁচা না পাকা।

কাপড়ের রঙ চেনার জন্য আছে কিছু টিপসঃ

খালি চোখে অনেক সময় বোঝা যায়, কাপড়ের রঙ পাকা কি না। তবে কাপড়ের রঙ পাকা না হলে রঙটি স্বাভাবিক রঙের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখাবে। 

এক্ষেত্রে আপনি একই রঙের দুটি কাপড় পাশাপাশি রেখে যাচাই করতে পারেন। যে রঙটি কৃত্রিমভাবে উজ্জ্বল দেখাচ্ছে, সে রঙের আয়ুষ্কাল বেশি দিনের নয়। তাই কাপড়ের খানিকটা অংশ ভিজিয়ে নিন, তারপর উপরে একটি সুতি কাপড় রেখে ইস্ত্রি করুন। সুতি কাপড়টির রঙ যদি সাদা থাকে, তাহলে আপনার কাপড়ের রঙ পাকা। তা না হলে পুরো টাকাই পানিতে। 

আর একটা পরিক্ষা করতে পারেন সেটা হল কাপড়ের রঙ উঠবে কি না সেটা বোঝার জন্য কাপড়ের এক কোণা একটু সাবান পানিতে ভিজিয়ে নিতে পারেন। তারপর কয়েক মিনিট রেখে হাত দিয়ে কচলে দেখুন। যদি রঙ ওঠে তাহলে বুঝবেন ঠকেছেন। 

আশা করা যায় কাপড়ের রঙ উঠে কিনা তা যাচাইয়ের জন্য এই টেকনিক গুলো অনুসরণ করলে কিছুটা হলে ধারণা পাবেন।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন