ফ্যাশন নিয়ে কিছু কথা?

ফ্যাশন কি?
ফ্যাশন বলতে স্টাইল,পরিবর্তন,এবং গ্রহনযোগ্যতার সমষ্টিকে বুঝায়।

ফ্যাশন কাকে বলে?
সাধারণত মানুষের রুচিবোধ সমন্বিত ডিজাইন যখন সবার মাঝে প্রচলন শুরু হয় তখন তাকে ফ্যাশন বলে।

ফ্যাশন চক্র কি?
কোন কিছু চক্রাকারে ঘূর্ণনকে চক্র বা Cycle বলে। ফ্যাশন হল একটি চক্র। এটি চক্রাকারে ঘুরতে থাকে। 

সাধারণত কোন একটি পোশাকের ডিজাইনের মৃত্যু ঘটলে পুনরায় যদি ঐ ডিজাইনের প্রচলন শুরু হয় তখন তাকে ফ্যাশন চক্র বলে। নিম্নে ফ্যাশন চক্র দেখানো হলঃ

ফ্যাশন চক্র
ফ্যাশন চক্র

ফ্যাশন ক্ষণিকের জন্য আত্মপ্রকাশ করে তবে কিছু প্রচলিত (Traditional) ড্রেস যেমনঃ ধর্মীয় পোশাক, ইউনিফর্ম (Uniform), কস্টিউম (Costume) ইত্যাদির পরিবর্তন ধীরে ধীরে হয়। 

ফ্যাশন কত প্রকার?
অন্যভাবে ফ্যাশনকে চার ভাগে ভাগ করা যায়ঃ
(১) Infant: পাঁচ বছর পর্যন্ত শিশুর পোশাক। 
(২) Boys: ৬ থেকে ১৬ বছর পর্যন্ত বাচ্চাদের পোশাক। 
(৩) Mens: ৫০ বছরের উর্ধ্ব লোকদের পোশাক। 
(৪) Blouse: মহিলাদের জন্য পোশাক।

ফ্যাশন ট্রিমিংসগুলো কি কি?
  • সুতা বা থ্রেড
  • ইলাস্টিক
  • ইন্টারফেসিং
  • বেল্ট
  • ফ্যাসেনার
  • সরু কাপড় ইত্যাদি।

ফ্যাশনের গুরুত্ব কি কি?
মানুষ সৌন্দর্যের পূজারী। মানুষ চায় নিজেকে অন্যের নিকট আকর্ষণীয় করে তুলতে, যার জন্য প্রয়োজন ফ্যাশনের। নিচে ফ্যাশনের গুরুত্ব আলোচনা করা হলঃ
  • নিজস্ব সংস্কৃতি অন্যের নিকট ফুটিয়ে তুলতে ফ্যাশনের গুরুত্ব রয়েছে।
  • নিজেকে অন্যের নিকট আর্কষনীয় করে তুলতে।
  • সৌন্দর্যের বিকাশ ঘটাতে।
  • প্রত্যেক ঋতুর সাথে মানানসই পোশাক পরিধানের ক্ষেত্রে ফ্যাশনের গুরুত্ব রয়েছে।

ফ্যাশনের প্রকারভেদ?
ফ্যাশন প্রধানত তিন প্রকারঃ
(১) পুরুষদের পোশাক
(২) মহিলাদের পোশাক
(৩) শিশুদের পোশাক

(১) পুরুষদের পোশাক (Mean's wear) কত প্রকার?
পুরুষদের পোশাক পাঁচ প্রকারঃ
  • টেইলরড (Tailored) 
  • ফার্নিশিং (Furnishing)
  • ওয়ার্ক ক্লথ (Work cloth)
  • অ্যাক্সেসরিজ (Accessories) 
  • স্পোর্টস ওয়্যার (Sports wear)

(২) মহিলাদের পোশাক (women wears) কত প্রকার?
মহিলাদের পোশাক সাত প্রকারঃ
  • ড্রেসস (dresses) 
  • স্পোর্টস ওয়্যার (Sports wear)
  • সোস্যাল অ্যাপারেল (Social Apparel) 
  • অ্যাকটিভ ওয়্যার (Active wear)
  • স্যুট (suits) 
  • আউটার ওয়্যার (Outer wear) 
  • সুইম ওয়্যার (Swim wear) 

(৩) শিশুদের পোশাক (Children's wear) কত প্রকার?
শিশুদের পোশাক পাঁচ প্রকারঃ
  • গার্লস ড্রেসেস (Girl's dresses)
  • বালকদের গতানুগতিক ড্রেসেস (Boys' traditional dresses) 
  • অ্যাক্সেসরিজ (Accessories) 
  • স্পোর্টস ওয়্যার (Sports wear)
  • আউটার ওয়্যার (Outer wear) 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন