ফেব্রিক শেড স্যাম্পল |
শেড দেখার নিয়ম?
শেড দেখার নিয়মগুলো হলঃ
- কাপড়ের ফেস এর সাথে ফেস মিলাতে হবে।
- টুইল লাইন এর সাথে প্রডাকশনের টুইল লাইন মিলাতে হবে।
- কাপড় দেখতে লাইট না ডিপ তারজন্য কাপড়কে মাঝ থেকে ভেঙে পাশাপাশি রেখে দেখতে হবে।
- শেড দেখার জন্য লাইটসোর্স কি হবে তাও মাথায় রাখতে হবে।
- চোখ দিয়ে না মিলাতে পারলে CMC Test করতে হবে।
- ওয়াশ করা স্যাম্পল এর সাথে শেড দেখতে বললে পকেট না কোমরের বেল্ট এর সাথে মিলিয়ে দিতে হবে।
ডাইং করা কাপড়ের শেড বোঝার উপায়ঃ
- সর্বপ্রথম দেখবেন শেডের কালার লাইট নাকি ডিপ।
- Standard এর তুলনায় শেড ডার্কার নাকি লাইটার।
- Standard এর তুলনায় শেড Blueish কিনা।
- Standard এর তুলনায় শেড greenish কিনা।
- Standard এর তুলনায় শেড কি রেডিশ কিনা।
- Standard এর তুলনায় শেড Yellowish কিনা।
বিঃদ্রঃ অনেকেই শেড বোঝে না তার প্রধান কারণ Standard এর সাথে কি ভাবে কাপড় ধরতে হয় তা জানে না।