ডাইং এর শেড দেখার লাইট সোর্স গুলির নাম, কাজ ও ব্যবহার জেনে নিন?

ফেব্রিক শেড
ফেব্রিক শেড

শেড কি?
শেড বলতে কালার বা রং এর ঘনত্বকে বুঝায়। 

ডার্ক শেড কি?
রং যদি কাপড়ের মধ্যে খুব গভীর বা ঘনভাবে থাকে তবে তাকে Dark Shade বলে।

লাইট শেড কি?
রং যদি কাপড়ের মধ্যে হালকাভাবে থাকে তাহলে তাকে Light Shade বলে।

ফেব্রিক শেডের ধারণা?
ফেব্রিকের শেড একেক জনের কাছে একক রকম হতে পারে। তার কারণ হল সবার চোখের কালারের ধারণ ক্ষমতা ও ডিসপ্লে ক্ষমতা এক রকম নয়। যার ফলে একই কালারের জন্য ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে ভিন্ন ভিন্ন মন্তব্য আসতে পারে। 

এক্ষেত্রে শেড ম্যাচিং এর জন্য কম্পিউটারাইড পদ্ধতি সবচেয়ে উত্তম। যদিও তা অনেক ব্যয়বহুল, তাই বাল্ক প্রোডাকশন এর ক্ষেত্রে সাধারণত ব্যক্তি দ্বারাই শেড চেক করানো হয়ে থাকে। 

ডাইং এর শেড দেখার লাইট সোর্স গুলির নাম
ডাইং এর শেড দেখার লাইট সোর্স গুলির নাম


শেড দেখার লাইট সোর্সগুলো কি কি? 

আলোর (Light) উপড় ভিত্তি করে ফেব্রিকের শেড ভিন্ন ভিন্ন হয়। তাই বায়ার এর নির্দেশনা ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ফব্রিকের শেড চেক করে নিতে হয়। 

বায়ারের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট বৈশিষ্টের কিছু লাইট এর নিচে ফেব্রিক চেক করে সেই আলোতে নির্দিষ্ট কালারের জন্য শেডের স্ট্যান্ডার্ড মিলিয়ে নিতে হয়।

নিম্নে কিছু কমন লাইটের নাম উল্লেখ করা হলঃ
  • D-65 (Artificial Daylight)
  • TL-84 (Store Light)
  • F (Tungsten Filament Light)
  • UV (Ultraviolet Light)

কিছু শেড চেকিং পয়েন্ট?

সাধারণত ডাইং এবং ডাইং ফিনিশিং সেকশনেরর কিছু পয়েন্টে শেড চেক করে। তারপর শেড ঠিক আছে কিনা তা নিশ্চিত করে নিতে হয়। শেড চেক করার পয়েন্টগুলো হলোঃ
  • ডাইং করার সময়
  • ডাইং শেষ হওয়ার পর
  • ফেব্রিক শুকানোর পর
  • ফেব্রিক ফিনিশিং করার সময় ও
  • ফিনিশিং করার পর।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন