ফার কি?
ফার হল পশুজাত দ্রব্য। যা একধরনের লোমশ জাতীয় পোশাক, যা শীত প্রধান দেশে ব্যবহার করা হয়।
ফার হল পশুজাত দ্রব্য। যা একধরনের লোমশ জাতীয় পোশাক, যা শীত প্রধান দেশে ব্যবহার করা হয়।
ফার গার্মেন্টস প্রস্তুত প্রণালির ফ্লোচার্ট?
ডিজাইন
↓
প্যাটার্ন মেকিং
↓
স্প্রেডিং
↓
কাটিং
↓
সর্টিং/বান্ডেলিং
↓
সিউয়িং/অ্যাসেমব্লিং
↓
ফিনিশি
ফার গার্মেন্টস উৎপাদন প্রণালির ব্যাখ্যাঃ
ডিজাইন কি?
ফার গার্মেন্টস তৈরি করার জন্য সর্বপ্রথম একটি নির্দিষ্ট ডিজাইন নির্বাচন করা হয়। এই নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী ধাপে ধাপে পোশাক তৈরি করা হয়।
প্যাটার্ন মেকিং কি?
প্যাটার্ন মেকিং কি?
পোশাকের কাপড় কাটার জন্য পোশাক ডিজাইন অনুযায়ী প্যাটার্ন তৈরি করা হয়। প্যাটার্ন তৈরি করার পরে প্যাটার্ন দিয়ে একটি নমুনা পোশাক তৈরি করে।
নমুনা পোশাকের মধ্যে যত ত্রুটি আছে তা দূর করে একটি নতুন এবং ফাইনাল প্যাটার্ন তৈরি করা হয়। পোশাকের প্রত্যেকটি অংশের জন্য আলাদা আলাদা করে প্যাটার্ন তৈরি করতে হয়।
স্প্রেডিং কি?
পোশাকের কাপড় কাটার জন্য একটি নির্দিষ্ট টেবিলে ফারকে বিছিয়ে স্প্রেডিং করা হয়।
কাটিং কি?
কাটিং কি?
স্প্রেডিং করার পরে বিছানো ফারের উপর প্যাটার্ন বসিয়ে, প্যাটার্ন অনুযায়ী পোশাক এর বিভিন্ন অংশকে আলাদা আলাদা করে কাটা হয় কাটিং সেকশনে।
বান্ডেলিং কি?
কাটিং এর কাজ সম্পূর্ণ হলে পোশাকের বিভিন্ন অংশগুলোকে বাছাই করে আলাদা করে বান্ডেলিং করা হয়।
সেলাইকরণ বা অ্যাসেমব্লিং কি?
সেলাইকরণ বা অ্যাসেমব্লিং কি?
পোশাকের বিভিন্ন অংশগুলো কাটা হলে সেগুলোকে একত্রিত করে পরস্পরের সাথে আঠা লাগিয়ে বা সেলাই করে একটি পূর্ণাঙ্গ পোশাকে রূপান্তর করা হয়।
ফিনিশিং কি?
পোশাক তৈরি হবার পর ফিনিশিং কার্য সম্পন্ন করা হয়। ফিনিশিং কার্যগুলো হল যেমনঃ আয়রনিং, ফোল্ডিং, প্যাকিং। ফিনিশিং কার্য সম্পন্ন হওয়ার পর পোশাককে বাজারজাত করা হয়।