টেকনিক্যাল টেক্সটাইলের বিভিন্ন ব্যবহার?

জিওটেক
জিওটেক

টেকনিক্যাল টেক্সটাইল কি?
যে সমস্ত কাপড় কারিগরি বা শিল্প কারখানার কাজে ব্যবহার করা হয় তাকে টেকনিক্যাল টেক্সটাইল বলে।

টেকনিক্যাল টেক্সটাইলের বিভিন্ন ব্যবহার?

এগ্রোটেক কি?
কৃষিকাজ, মৎস চাষ ও বনায়নের কাজে ব্যবহৃত টেক্সটাইল কাপড়। যেমনঃ জাল, ফসল রক্ষার আবরণের কাপড় ইত্যাদি।

বিল্ডটেক কি?
স্থাপত্য ও নির্মাণ কাজের জন্য ব্যবহৃত কাপড়। যেমনঃ ছামিয়ানা, ত্রিপল ইত্যাদি।

জিওটেক কি?
সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের জন্য জিওটেক ব্যবহার করা হয়।

মেডিটেক কি?
চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যগত কাজের জন্য মেডিটেক টেক্সটাইল ব্যবহার করা হয়। যেমনঃ স্যানিটারি ন্যাপকিন, কন্টাক্ট লেন্স, কৃত্রিম চামড়া ও লিগামেন্ট ইত্যাদি।
প্রোটেক
প্রোটেক
প্রোটেক কি?
ফায়ার ব্রিগেডে সুরক্ষাকারী টেক্সটাইল হিসাবে প্রোটেক ব্যবহার করা হয়। যেমনঃ গ্লাভস, বুলেট প্রতিরোধী জ্যাকেট ইত্যাদি।

মোবাইলটেক কি?
অটোমোবাইল, জাহাজ নির্মাণ, রেলওয়ে ও উড়োজাহাজ নির্মাণ ইত্যাদি কাজের জন্য মোবাইলটেক ব্যবহার করা হয়। যেমনঃ হেলমেট, স্বয়ংক্রিয় এয়ার ব্যাগ, সিট বেল্ট ইত্যাদি।

মবিলটেক কি?
মবিলটেক মোটরগাড়ির যানবাহনে ব্যবহার করা হয়।

ওকোটেক কি?
OKO জাপানি শব্দ যার অর্থ পরিবেশ। পরিবেশ রক্ষাকারী কাজে ওকোটেক ব্যবহার করা হয়।

ইন্ডিওটেক কি?
দড়ি, ব্রাশ, ফিন্টার ইত্যাদি বিভিন্ন শিল্প দ্রব্যকে বিশুদ্ধ করতে ইন্ডিওটেক ব্যবহার করা হয়। 

হোমটেক কি?
বাসা বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার হয় যেমনঃ পর্দা, মশারি, বালিশ, কার্পেট, ফার্নিচার ইত্যাদিকে হোমটেক বলে।

ক্লথটেক কি?
ছাতার কাপড়, জুতা সেলাইয়ের সুতা ইত্যাদিকে ক্লথটেক বলে।

স্পোর্টটেক কি?
খেলাধুলা করার সময় ব্যবহার করা পোশাককে স্পোর্টটেক বলে।

প্যাকটেক কি?
প্যাকেজিং এর জন্য ব্যবহার হওয়া বস্ত্রকে প্যাকটেক বলে।

টেক্সটাইলস ফর কমিউনিকেশনস কি?
যোগাযোগ ব্যবস্থায় অপটিক্যাল ফাইবার, গ্লাস ফাইবার ইত্যাদির কাজে টেক্সটাইলস ফর কমিউনিকেশনস ব্যবহার করা হয়।

Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন