নিডেলের বিভিন্ন অংশ?
নিডেল |
নিডেলের বিভিন্ন অংশ?
নিডেলের বিভিন্ন অংশ গুলো হলঃ
আই (Eye) কি?
সূঁচের সামনের অংশে অবস্থিত গর্তটিকে আই বা চোখ বলে। এই চোখ দিয়ে সেলাই থ্রেড পাস হয়।
নিডেলের বিভিন্ন অংশ গুলো হলঃ
- আই (Eye)
- বাট (Butt)
- শ্যাঙ্ক (Shank)
- সোল্ডার (Sholder)
- ব্লেড (Blade)
- লং গ্রুভ (Long Groove)
- শর্ট গ্রুভ (Short Groove)
- স্কার্ফ (Scarf)
- নিডেল পয়েন্ট (Needle Point)
- টিপ (Tip)
সূঁচের সামনের অংশে অবস্থিত গর্তটিকে আই বা চোখ বলে। এই চোখ দিয়ে সেলাই থ্রেড পাস হয়।
বাট (Butt) কি?
বাট হল নিডেলের গোড়ার প্রথম অংশ, বাট নির্ধারিত আকৃতিতে তৈরি করা হয়, যাতে করে নিডেলকে ক্ল্যাম্পের সাথে সহজে লাগানো যায়।
শ্যাঙ্ক (Shank) কি?
শ্যাঙ্ক নিডেলের গোড়ার অংশে থাকে। শ্যাঙ্ক দুই ধরনের হয় একপাশে সমতল প্রান্ত এবং অন্যপাশ সিলিন্ড্রিক্যাল হতে পারে। শ্যাঙ্ক নিডেলের অন্যান্য অংশ থেকে মোটা এবং শক্তিশালী হয়।
সোল্ডার (Sholder) কি?
শ্যাঙ্ক ও ব্লেডের মধ্যবর্তী স্থানকে সোল্ডার বলে। কাপড়ভেদ করে যখন সূঁচ ববিনের মধ্যে পৌঁছায় তখন সোল্ডার কাপড়ের ভিতরে ঢুকে যায়।
তাছাড়া সোল্ডার কাপড়ের ভিতরে যায় বলে নিডেলের পয়েন্টের তুলনায় ছিদ্রটা একটু বড় হয়, নিডেল যখন থ্রেড সহ কাপড়ের মধ্য দিয়ে উঠে বড় ছিদ্রের কারণে তাকে বেশি ঘর্ষণের সম্মুখীন হতে হয় না।
ব্লেড (Blade) কি?
নিডেলের আই থেকে সোল্ডার পর্যন্ত যে লম্বা অংশ থাকে তাকে ব্লেড বলে। ব্লেড নিডেলের সব থেকে লম্বা অংশ।
লং গ্রুভ (Long Groove) কি?
ব্লেডের মধ্যে সোল্ডার থেকে নিডেলের আই পর্যন্ত লম্বা ও চিকন একটি খাঁজকাটা দাগ আছে তাকে লং গ্রুভ বলে। যখন সূঁচ ফেব্রিকের মধ্যে প্রবেশ করে উপরে এবং নিচে যায় তখন থ্রেড এই খাঁজকাটা দাগের মধ্যে থাকে।
শর্ট গ্রুভ (Short Groove) কি?
সূঁচের যেই পাশে হূক থাকে, ওই পাশেই শর্ট গ্রুপ থাকে। এটি টিপ এবং আই এর মধ্যে ছোট্ট একটি খাঁজ। শর্ট গ্রুপ সেলাইয়ের থ্রেডটিকে লুপ তৈরি করতে সাহায্য করে।
স্কার্ফ (Scarf) কি?
স্কার্ফ চোখের ওপরের দিকে ছোট্ট বাঁকানো একটি খাঁজ। নিডেলের সাথে হূক খুব ঘনিষ্ঠ ভাবে সেটিং করার জন্য এ স্কার্ফ সাহায্য করে।
নিডেল পয়েন্ট (Needle Point) কি?
নিডেল পয়েন্ট হল সুঁচের চোখ থেকে ডগা পর্যন্ত অংশ। নিডেল পয়েন্ট কোন ক্ষতি ছাড়াই ফেব্রিকের মধ্যে সূঁচকে প্রবেশ করতে সাহায্য করে।
টিপ (Tip) কি?
নিডেলের শেষ প্রান্তকে টিপ বলা হয়। সূঁচ দ্বারা কাপড় ভেদ করার দক্ষতা টিপের সাথে সম্পর্কযুক্ত।