টেক্সটাইল ফাইবারের বৈশিষ্ট্য?

টেক্সটাইল ফাইবার
টেক্সটাইল ফাইবার

টেক্সটাইল ফাইবার কি?
যে সমস্ত ফাইবারের মধ্যে নুন্যতম দৈর্ঘ্য, শক্তি, সুক্ষতা, নমনীয়তা, ও আর্দ্রতা ধারণ ক্ষমতা আছে, মোটকথা যার মধ্যে সুতা তৈরির গুনাবলি বিদ্যমান থাকে তাকে টেক্সটাইল ফাইবার বলে। 
যেমনঃ তুলা, পাট, রেশম ইত্যাদি।

টেক্সটাইল ফাইবারের বৈশিষ্ট্য?
টেক্সটাইল ফাইবারের বৈশিষ্ট্যঃ
  • ফাইবারের দৈর্ঘ্য
  • শক্তি
  • সূক্ষ্মতা
  • নমনীয়তা
  • স্থিতিস্থাপকতা
  • ক্রিম
  • রং 
  • চাকচিক্যতা
  • আর্দ্রতা ধারণ ক্ষমতা ইত্যাদি।
Next Post Previous Post