তুলা |
তুলার বোটানিক্যাল নাম?
তুলার বোটানিক্যাল নামঃ
গোসিপিয়াম হারব্যাকাম (Gossypium Harbaceum) কি?
এই প্রজাতির গাছগুলো অনেকটা ঝোপের মত দেখা যায়। গাছের উচ্চতা সর্বোচ্চ ১.২ মিটার পর্যন্ত হয়। ফুলের রং হলদে বর্ণের হয়। আঁশের দৈর্ঘ্য গড়ে (২০-২৬) মিলিমিটার পর্যন্ত হয়।
- গোসিপিয়াম হারব্যাকাম (Gossypium Harbaceum)
- গোসিপিয়াম আরবোরিয়াম (Gossypium arboreum)
- গোসিপিয়াম হিরসুটাম (Gossypium Hirsutum)
- গোসিপিয়াম বারবাডেন্স (Gossypium Barbadense)
এই প্রজাতির গাছগুলো অনেকটা ঝোপের মত দেখা যায়। গাছের উচ্চতা সর্বোচ্চ ১.২ মিটার পর্যন্ত হয়। ফুলের রং হলদে বর্ণের হয়। আঁশের দৈর্ঘ্য গড়ে (২০-২৬) মিলিমিটার পর্যন্ত হয়।
গোসিপিয়াম হারব্যাকাম (Gossypium Harbaceum) কোন কোন দেশে চাষ করা হয়?
বাংলাদেশ, ভারত, চীন, ও পাকিস্তানে গোসিপিয়াম হারব্যাকাম প্রজাতি তুলা উৎপন্ন হয়।
গোসিপিয়াম আরবোরিয়াম (Gossypium arboreum) কি?
গোসিপিয়াম আরবোরিয়াম প্রজাতির কার্পাস গাছগুলো একটু লম্বা মানে (২-২৫) মিটার উঁচু হয়। ফুলের রং লালচে বর্ণের হয়। আঁশের দৈর্ঘ্য (১৫-৩০) মিলিমিটার।
গোসিপিয়াম আরবোরিয়াম (Gossypium arboreum) কোন কোন দেশে চাষ করা হয়?
ভারত, পাকিস্তান, চীন, আমেরিকা, রাশিয়ায় গোসিপিয়াম আরবোরিয়ামের চাষ হয়। তবে সব থেকে বেশি চাষ হয় আমেরিকায়।
গোসিপিয়াম হিরসুটাম (Gossypium Hirsutum) কি?
গোসিপিয়াম হিরসুটাম প্রজাতির কার্পাস গাছগুলো (৩-৪) মি. পর্যন্ত হয়ে থাকে। ফুলের রং হলদে হয়। কোন কোন সময় বাদামী রঙের দেখা যায়। আঁশের দৈর্ঘ্য (২৫-৩০) মিলিমিটার পর্যন্ত হয়।
গোসিপিয়াম হিরসুটাম (Gossypium Hirsutum) কোন কোন দেশে চাষ করা হয়?
এই প্রজাতির গাছগুলো সব থেকে বেশি চাষ হয় দক্ষিণ আমেরিকায়। এগুলো ছাড়াও গোসিপিয়াম হিরসুটাম ভারত, পাকিস্তান, রাশিয়াতেও চাষ হয়।
গোসিপিয়াম বারবাডেন্স (Gossypium Barbadense) কি?
গোসিপিয়াম বারবাডেন্স প্রজাতির গাছগুলো অধিক লম্বা হয়। এই গাছগুলো সর্বচ্চ ৫ মি. পর্যন্ত লম্বা হয়। ফুলের রং হলদে বর্ণের হয়। আঁশের দৈর্ঘ্য (৩০-৬০) মিলিমিটার হয়।
গোসিপিয়াম বারবাডেন্স (Gossypium Barbadense) কোন কোন দেশে চাষ করা হয়?
এই প্রজাতির তুলা সাধারনত মিশর, ভারত ও পাকিস্তান হয়ে থাকে।