সাওয়ারিং প্রসেস কি?
কাপড় বা সুতাকে অ্যালকালি বা সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) দ্বারা প্রসেস করার পর কাপড় হতে অ্যালকালির অস্তিত্ব দূর করার জন্য বা অ্যালকালিকে প্রশমিত করার জন্য পাতলা এসিড দ্বারা যে কাজ করা হয় তাকে সাওয়ারিং প্রসেস বলে।
সাওয়ারিং কি?
যে পদ্ধতিতে পাতলা হাইড্রোক্লোরিক এসিড বা পাতলা সালফিউরিক এসিড দিয়ে অ্যালকালি দ্বারা প্রসেস করে কাপড় হতে অ্যালকালি দূর হয় তাকে সাওয়ারিং বলে।