কাপড় প্রধানত তিন প্রকারঃ
- ন্যাচারাল বা প্রাকৃতিক
- কৃত্রিম
- মিশ্র ধরণের
ন্যাচারাল বা প্রাকৃতিক ফেব্রিক বা কাপড় কত প্রকার?
ন্যাচারাল বা প্রাকৃতিক ফেব্রিক তিন প্রকারের হয়ে থাকেঃ
- উদ্ভিদ জাত ফেব্রিক্স, যেমনঃ কটন, লিনেন।
- প্রাণি জাত ফেব্রিক্স, যেমনঃ উল, সিল্ক।
- খনিজ পদার্থ হতে প্রাপ্ত ফেব্রিক্স, যেমনঃ এসবেসটস।
কৃত্রিম ফেব্রিক কত প্রকার?
কৃত্রিম ফেব্রিক আবার উৎসের উপর ভিত্তি করে কয়েক ধরণের হয় যেমনঃ- রিজেনারেটেড ফেব্রিক্স, যেমনঃ রেয়ন, লয়সেল।
- সিনথেটিক ফেব্রিক্স, যেমনঃ নাইলন, পলিষ্টার, এক্রিলিক, স্পানডেক্স।