লেবেল কত প্রকার?
লেবেল কি?
পোশাক সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য পোশাকের মধ্যে যে তথ্য লিস্ট সংযুক্ত করা হয় তাকে লেবেল বলে।
পোশাক সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য পোশাকের মধ্যে যে তথ্য লিস্ট সংযুক্ত করা হয় তাকে লেবেল বলে।
লেবেল কত প্রকার ও কি কি?
লেবেল প্রধানত দুই প্রকারঃ
- মেইন লেবেল
- সাব লেবেল
মেইন লেবেল কি?
যে লেবেলে সাধারণত প্রতিষ্ঠানের নাম বা নিজস্ব নাম বড় করে লেখা থাকে, তাকে মেইন লেবেল বলা হয়।
সাব লেবেল কি?
যে লেবেলে প্রতিষ্ঠানের নাম ছাড়া পোশাকের সাইজ, পোশাকের গুনাগুন, ও মূল্য লেখা থাকে, তাকে সাব লেবেল বলা হয়।
সাব লেবেল কত প্রকার?
সাব লেবেল 8 প্রকারঃ
- সাইজ লেবেল
- কেয়ার লেবেল
- কম্পোজ লেবেল
- প্রাইজ লেবেল
সাইজ লেবেল |
যে লেবেলে পোশাকের সাইজ লেখা থাকে তাকে সাইজ লেবেল বলে।
যেমনঃ S, M, L, LL, XL, 30, 32, 34, 36 ইত্যাদি ধরনের লেখা থাকে।
কেয়ার লেবেল |
কেয়ার লেবেল কি?
যে লেবেলে পোশাকের গুণাগুণ এবং ব্যবহার সম্বন্ধে লেখা থাকে তাকে কেয়ার লেবেল বলে।
যে লেবেলে পোশাকের গুণাগুণ এবং ব্যবহার সম্বন্ধে লেখা থাকে তাকে কেয়ার লেবেল বলে।
কম্পোজ লেবেল |
কম্পোজ লেবেল কি?
যে লেবেল পোশাকে সংযুক্ত অবস্থায় থাকে তাকে কম্পোজ লেবেল বলে। যেমনঃ মেইন লেবেল, কেয়ার ও সাইজ লেবেল একটি মাত্র লেবেলেই থাকে।
প্রাইজ লেবেল |
প্রাইজ লেবেল কি?
যে লেবেলের মাধ্যমে পোশাকের মুল্য কত তা লেখা থাকে তাকে প্রাইজ লেবেল বলে।
যে লেবেলের মাধ্যমে পোশাকের মুল্য কত তা লেখা থাকে তাকে প্রাইজ লেবেল বলে।
বিশেষ লেবেল গুলো কি কি?
ফায়ার লেবেল, ফ্লাগ লেবেল, LOGG লেবেল, নেম লেবেল বা নেম, দেশ বা মূল লেবেল, এম ই লেবেল, জিবি লেবেল, স্লিম ফিট লেবেল ইত্যাদি।