ডাইং ও প্রিন্টিং এর মধ্যে পার্থক্য?

 
ডাইং ও প্রিন্টিং এর মধ্যে পার্থক্য?
ডাইং মেশিন

ডাইং কাকে বলে? 
যে প্রক্রিয়ায় আঁশ, সুতা, কিংবা ফেব্রিকের সর্বত্র সমভাবে রং ফুটিয়ে তোলা হয় তাকে ডাইং বলা হয়।

প্রিন্টিং কাকে বলে?
সকল ধরনের ফেব্রিক যেমন কটন, লিলেন, রেশম, পশম কিংবা কৃত্রিম আঁশের তৈরি ফেব্রিকের স্থান বিশেষে রং ফুটিয়ে তোলাকে প্রিন্টিং বলে।

ডাইং ও প্রিন্টিং এর মধ্যে পার্থক্যঃ

ডাইংঃ
  • কাপড়ের সমগ্র পৃষ্ঠ রঙ করা হয়।
  • ডাইং এর জন্য ডিজাইনের প্রয়োজন নেই।
  • কাপড়, সুতা ও ফাইবার রঙ করা হয়।
  • কাপড়ের উভয় পার্শ্বে রঙ করা হয়।
  • ডাইং এ দ্রবনের ঘনত্ব কম থাকে।
  • ডাইং এর খরচ কম।
  • ডাইং এ সাধারনত একটি রঙ ব্যবহার করা হয়।
  • প্রচুর পানির প্রয়োজন হয়।
  • ডাইং এ কিউরিং বা স্টিমিং এর দরকার হয় না।
  • ডাইং করা কাপড় তুলনামুলক নরম।
  • ডাইং এর পর স্টেনন্টারিং করা হয়।
  • ডাইং এ ডাই সরাসরি ফাইবারের কেন্দ্রে প্রবেশ করে।
  • ডাইং এর কোন নির্দিষ্ট স্টাইল নেই।

প্রিন্টিংঃ
  • ডিজাইন অনুযায়ী স্থানভেদে রঙ ফুটিয়ে তোলা হয়।
  • শুধুমাত্র কাপড় প্রিন্টিং করা হয়।
  • কাপড়ের এক পার্শ্বে রঙ লাগে।
  • প্রিন্টিং এর জন্য ডিজাইনের প্রয়োজন।
  • প্রিন্টিং এ নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয় না।
  • প্রিন্টিং এ এক বা একাধিক রঙ ব্যবহার করা হয়।
  • প্রিন্টিং এর খরচ বেশি।
  • প্রিন্টিং করা কাপড় তুলনামুলক শক্ত।
  • প্রিন্টিং এ থিকেনারের প্রয়োজন হয়।
  • প্রিন্টিং এ দ্রবনের ঘনত্ব বেশি থাকে।
  • প্রিন্টিং এ কম পানির প্রয়োজন।
Next Post Previous Post