টেক্সটাইল সম্পর্কিত কিছু তথ্য?

টেক্সটাইল ভাইভা


টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অনেকেই কিছু কমন প্রশ্ন করে থাকেন যে, কিভাবে টেক্সটাইল ও গার্মেন্টস সম্পর্কে বেসিক  বাড়াবো? আর তেমনই কিছু বেসিক প্রশ্ন ও উত্তর নিয়ে থাকছে আজকের পোস্ট।

১.বস্ত্র প্রক্রিয়াকরণের ধাপগুলো কি কি?
উত্তরঃ
ক. স্পিনিং
খ. উইভিং
গ. ডাইং এবং প্রিন্টিং
ঘ. ক্লদিং বা গার্মেন্টস
২.বস্ত্র তৈরির পদ্ধতিগুলো কি কি?
উত্তরঃ
ক. উইভিং
খ. নিটিং
গ. ফেল্টিং
৩.টেক্সটাইল ফাইবার কাকে বলে?
উত্তরঃ যে সকল ফাইবার বা আঁশে সুতা তৈরির জন্য প্রয়োজনীয় গুণাবলি বিদ্যমান থাকে, সে সকল ফাইবারকেই টেক্সটাইল ফাইবার বলে।
৪.টেক্সটাইল ফাইবারের প্রধান উৎসগুলো কি কি?
উত্তরঃ
ক. প্রাকৃতিক উৎস
খ. কৃত্রিম উৎস
৫. তাঁত কাকে বলে?
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে দুই সারি সুতাকে লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্থাপন করে বুনন কার্য সম্পন্ন করা হয়, তাকে তাঁত বলে।
৬.প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?
উত্তর: wool বা উল ফাইবার।
৭.প্রথম আবিস্কার করা crop ফাইবার এর নাম কি?
উত্তর : ফ্লাক্স ফাইবার।
৮.প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা মেন মেইড ফাইবার এর নাম কি?
উত্তর: পলি এমাইড ফাইবার বা Nylon Fiber.
৯.সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?
উত্তর: কটন ফাইবার Cotton কে।
১০.কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা হয়?
উত্তর: সিল্ক ফাইবার Silk.
১১.মিক্সিং কি?
উত্তরঃ একই জাতের বিভিন্ন মানের অর্থাৎ গড় ভৌত গুণাবলি সম্পন্ন আঁশের সংমিশ্রণকে মিক্সিং বলে।
১২.ব্লেন্ডিং কি?
উত্তরঃ নির্দিষ্ট অনুপাতে ভিন্ন ভিন্ন প্রকার আঁশের সংমিশ্রণ করাকে ব্লেন্ডিং বলে।
১৩.ইমালশন দ্রবণে কি কি ব্যবহার করা হয়?
উত্তরঃ তেল, পানি ও ইমালফিফায়ার।
১৪.ব্লো-রুমে কয় ধরনের মেশিন ব্যবহার করা হয়?
উত্তরঃ তিন ধরনের।
১৫.কার্ডিং মেশিনের সিলিন্ডারের গতি কত?
উত্তরঃ ১৬০০ আর.পি.এম।
১৬.সাইজিং কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় উইভিং এর পূর্বে টানা সুতায় আঠাজাতীয় পদার্থ প্রয়োগ করে সুতার বিভিন্ন গুণাবলি অর্জন করা হয়, তাকে সাইজিং বলে।
১৭.সাইজিং কে মোট কয়ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ চারভাগে ভাগ করা হয়েছে।
১৮.ড্রাফটিং কাকে বলে?
উত্তরঃ বীম করা সমাপ্ত হলে শানা হতে টানা সুতার মাথা টেনে বের করে একটি একটি করে বীমের সুতা ডিজাইন অনুযায়ী “ব” চক্ষুর ভিতর দিয়ে ড্রয়িং হুকের সাহায্যে টানার প্রক্রিয়াকে ড্রাফটিং বলে।
১৯.ডেন্টিং কাকে বলে?
উত্তরঃ শানার প্রতিটি ডেন্ট এর মধ্য দিয়ে টানা সুতাকে ডিজাইন অনুযায়ী ড্রয়িং হুকের সাহায্যে টেনে নেয়ার প্রক্রিয়াকে ডেন্টিং বলে।
২০.ড্রাফটিং কেন করা হয়?
উত্তরঃ টানা সুতাকে দুভাগে বিভক্ত করে শেড গঠন করার সুবিধার্থে ড্রাফটিং করা হয়।
২১.ডেন্টিং কেন করা হয়?
উত্তরঃ পিকিং এর পর পড়েন সুতাকে কাপড়ের শেষ পিকিংকৃত সুতার সাথে মিলিয়ে দেয়ার জন্য।
২২.ফেল অব দি ক্লথ কাকে বলে?
উত্তরঃ কাপড়ের শেষ পিকিংকৃত সুতাকে ফেল অব দি ক্লথ বলে।
২৩.নিটিং কয় প্রকার ও কি কি?
উত্তরঃ নিটিং দুই প্রকার যথাঃ
ক. ওয়ার্প নিটিং
খ. ওয়েফট নিটিং
২৪.নিটিং কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় বিশেষ ধরনের নিডেলের সাহায্যে লুপ তৈরি করে সেই লুপগুলোকে বিশেষ নিয়েমে পরস্পরের সাথে লম্বালম্বি বা সমান্তরাল্ভাবে সংযোজিত করে কাপড় তৈরি করা হয়, তাকে নিটিং বলে।
২৫.ডিসপোজাল গার্মেন্টস কি?
উত্তর: এক বার ব্যবহার করা গার্মেন্টস কে বলা হয় ডিসপোজাল গার্সেন্টস।
২৬.ফাইবার ফিজিকেলী কত প্রকার?
উত্তর: ২ প্রকার যথাঃ
(১) স্টেপল ফাইবার
(২) ফিলামেন্ট ফাইবার
২৭.Weft নিটিং এর  স্টিচ কয়টি?
উত্তর: ৩টি যথাঃ
প্লেইন নিট স্টিচ
পার্ল স্টিচ
রিব স্টিচ
২৮.কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়?
উত্তর: গ্রে কটন, ব্লিচ কটন এবং কালার অথবা ডাইড কটন ফেব্রিক।
২৯.প্লাই ইয়ার্ন কি?
উত্তর: ২ বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুয়েস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।
৩০.কমবেড & কার্ডেড ইয়ার্ন এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় বেশি?
উত্তর: কার্ডেড ইয়ার্ন।
৩১.সিংগেল এবং ডাবল জারসির মধ্যে কোনটির কারলিং টেনডেনছি প্রপারটিজ শো করে?
উত্তর: সিংগেল জার্সি।
৩২.কোন সিনজিং মেশিন বেশি সুবিধাজনক?
উত্তরঃ গ্যাস সিনজিং মেশিন।
৩৩.গ্যাস সিনজিং মেশিনের উৎপাদন/মিনিট কত?
উত্তরঃ ২৫০-৪০০ গজ/মিনিট।
৩৪.এনজাইম কি?
উত্তরঃ এনজাইম এক ধরনের জৈব প্রভাবক।
৩৫. সিনজিং কত প্রকার ও কি কি?
উত্তরঃ সিনজিং তিন প্রকার যথাঃ
ক. গ্যাস সিনজিং
খ. প্লেট সিনজিং
গ. রোটারি সিনজিং
৩৬.স্কাওয়ারিং কাকে বলে?
উত্তরঃ যে আর্দ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষারীয় পদার্থ (অ্যালকালি) বা ডিটারজেন্ট যোগে টেক্সটাইল দ্রব্যাদি হতে তেল, চর্বি, মোম এবং অন্যান্য অপদ্রব্য দূর করা হয়, তাকে স্কাওয়ারিং বলে।
৩৭.ডাই স্টাফ কি?
উত্তরঃ যে পদার্থ দ্বারা রং ফুটিয়ে তোলা হয়, তাকে ডাই স্টাফ বলে।
৩৮.প্রি-ট্রিটমেন্ট কি?
উত্তরঃ কাপড়কে ডাইং বা প্রিন্টিং করার উপযোগী করার জন্য যে সকল প্রক্রিয়া অবলম্বন করা হয়, তাকে প্রি-ট্রিটমেন্ট বলে।
৩৯.ডাইং কাকে বলে?
উত্তরঃ ফাইবার, সুতা বা কাপড়ের সর্বত্র সমভাবে পেনিট্রেশনের মাধ্যমে রং ফুটিয়ে তোলার প্রক্রিয়াকে ডাইং বলে।
৪০.প্রিন্টিং কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় কাপড়ের কোন নির্দিষ্ট স্থানে ডাই স্টাফ বা কেমিক্যাল দ্বারা কোন নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী রং ফুটিয়ে তোলা হয়, তাকে প্রিন্টিং বলে।
৪১.ব্লক প্রিন্টিং কত প্রকার ও কি কি?
উত্তরঃ ব্লক প্রিন্টিং দুই প্রকার। যথাঃ
ক. হ্যান্ড ব্লক প্রিন্টিং
খ. মেশিন ব্লক প্রিন্টিং
৪২.কাকে স্পিনিং এর আত্মা বলা হয়?
উত্তর: কার্ডিংকে।
৪৩.ডাইং এর আত্মা বলা হয় কাকে?
উত্তর: স্কাওরিং এবং ব্লিচিংকে
৪৪.বাটনের সাইজ কোন একক দিয়া মাপা হয়?
উত্তর: লাইন।
৪৫.কত ধরনের ডাইং মেথড আছে এবং কি কি?
উত্তর: ৬ প্রকার যথাঃ
স্টোক ডাইং
টপ ডাইং
ইয়ারন ডাইং
পিচ ডাইং
গার্মেন্টস ডাইং
ডোপ ডাইং  মেথড
৪৬.কি কি ধরনের কেমিক্যাল প্রসেস ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে?
উত্তর: স্কাওরিং,  ব্লিচিং,  ব্লিচ ক্লিন আপ, ডি-সাইজিং, ফেব্রিক সফেনিং এবং মার্সারাইজেশন।
৪৭.বাইন্ডার কখন ব্যবহার করা হয়?
উত্তর: পিগমেন্ট ডাইং, ফ্লোরোসেন্ট ডাইং এবং প্রিন্টিং।
৪৮.পিগমেন্ট কালার ফিক্সট করার জন্য কি প্রসেস ব্যবহার করা হয়?
উত্তর: কিউরিং।
৪৯.টেক্সটাইল ডিজাইন কাকে বলে?
উত্তরঃ টেক্সটাইল সংক্রান্ত কাপড়ের বুনন কাগজে প্রতিফলিত করাকে টেক্সটাইল ডিজাইন বলে।
৫০.টেক্সটাইল ডিজাইন কত প্রকার ও কি কি?
উত্তরঃ টেক্সটাইল ডিজাইন দুই প্রকার যথাঃ
ক. স্ট্রাকচারাল ডিজাইন
খ. ডেকোরেটিভ ডিজাইন
৫১.গার্মেন্টস ডিজাইন কি?
উত্তরঃ পোশাক তৈরির পূর্বে তার নকশা এঁকে নেয়াকে গার্মেন্টস ডিজাইন বলে।
৫২.কাপড়ের লে কি?
উত্তরঃ কাটিং এর উদ্দেশ্যে দৈর্ঘ্য ও প্রস্থে স্তর আকারে কাপড় বিছানোর পর কাপড়ের স্তরের যে আকৃতি ধারন করে, তাকে লে বলে।
৫৩.গঠনের উপর ভিত্তি করে কাপড়ের লে কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার যথাঃ
ক. সোজা লে
খ. ধাপবিশষ্ট লে
৫৪. স্প্লাইস কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার যথাঃ
ক. সরলরেখা স্প্লাইস
খ. ইন্টারলক স্প্লাইস
৫৫.ফোল্ডিং কাকে বলে?
উত্তরঃ পোশাক প্রেসিং করার পর নির্দিষ্ট আয়তনে ভাঁজ করাকে ফোল্ডিং বলে।
৫৬.শার্টের ফোল্ডিং কয় প্রকার ও কি কি?
উত্তরঃ চার প্রকার যথাঃ
ক. স্ট্যান্ড আপ,
খ. সেমি-স্ট্যান্ড আপ
গ. ফ্লাট প্যাক ও
ঘ. হ্যাঙ্গার প্যাক
৫৭.প্রেসিং এর মুল উদ্দেশ্য কি?
উত্তরঃ পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করা।
৫৮.আন্ডার প্রেসিং কাকে বলে?
উত্তরঃ পোশাক সেলাই করার পূর্বে সেলাইয়ের সুবিধার্থে যে প্রেসিং করা হয়, তাকে আন্ডার প্রেসিং বলে।
৫৯.পাফার বা ডলি প্রেসিং কাকে বলে?
উত্তরঃ স্টিম এয়ার ফিনিশ গার্মেন্টস প্রেসিং মেশিন পাফার বা ডলি প্রেসিং নামে পরিচিত।
৬০.গার্মেন্টস ফিনিশিং কাকে বলে?
উত্তরঃ গার্মেন্টস বা পোশাক উৎপন্ন করার পর ইহার সৌন্দর্য যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য এবং উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ইহা প্রেসিং, ফোল্ডিং ও প্যাকিং করাকেই গার্মেন্টস ফিনিশিং বলে।
৬১.ড্রইং মেশিনের কাজ কি?
উত্তর: ড্রইং , ডাবলিং এবং ড্রাফটিং।
৬২.সিমপ্লেক্স মেশিনের ইনপুট এবং আউট পুট কি?
উত্তর: ড্রইং স্লাইভার - রোভিং
৬৩.রিং ফ্রেম মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
উত্তর: রবিং – ইয়ার্ন
৬৪.ড্রোইং মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
উত্তর: স্লাইভার।
৬৫.কম্বার মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
উত্তর: লেপ – স্লাইভার।
৬৬.সুপার লেপ ফরমার মেশিনের ইনপুট এবং আউটপুট কি?
উত্তর: ড্রইং স্লাইভার – লেপ।
৬৭.ড্রইং মেশিনে কয়টি কেম ফিট করতে হয়?
উত্তর: ৬-৮টি।
৬৮.রিং ফ্রেম মেশিনের ওয়েস্ট কে কি বলে?
উত্তর: pneumafil বা নিউমোফিল।
৬৯.কম্বার মেশিনের ওয়েস্ট কে কি বলা হয়?
উত্তর: noile এইটা ১২-১৮% হতে পারে।
৭০.ডাইং এর ইম্পরটেন্ট বিষয়  কয়টি?
উত্তর: ২টি যথাঃ
কালার ফাস্টনেস 
কালার মেচিং
৭১.সেল্ফ শেড কি?
উত্তর: ১টি মাত্র ডাইছ দিয়া কাপড় রং করাকে  সেল্ফ শেড বলে।
৭২.টোনাল ডিফারেন্স কি?
উত্তর: ১টি কালারের সাথে অন্য কালারের টোনোর পার্থক্য কে টোনাল ডিফারেন্স বলে।
৭৩.নেপ কাউন্ট কি?
উত্তর:  ১ ইঞ্চ স্কায়ার এ যতটা নেপ থাকে তাকে বলে।
৭৪. ডাইং এর ইউটিলিটজ কি কি?
উত্তর:  পাম্প, জেনেরেটর, বয়লার, গ্যাস।
৭৫.টেক্স্যটাইল ফাইবারের মিনিমাম  স্ট্রেনথ  কত?
উত্তর: 6 CN/TEX.
৭৬.কটন এর MR% মানে ময়সচার রিগেইন % কত?
উত্তর: ৮.৫%
৭৭.উল এর MR% কত?
উত্তর: ১৬%
৭৮.পলিএস্টার এর MR% কত?
উত্তর: ০.৪%
৭৯.মার্সারাইজ করা হয় কোন কাপড়ে?
উত্তর: ওভেন কাপড়ে।
৮০.হেয়ারিনেস দুর করা হয় কোন প্রসেস?
উত্তর: ওভেন সিনজিং এবং নিট কাপড় বায়ো-টেকনোলজি।
৮১.ডেনিম কাপড় ডাইং করা হয় কোন ডাইছ দিয়া?
উত্তর: ভেট ডাইড, সালফার ডাইজ।
৮২.ভেট ডাইজের রাবিং ফাস্টনেস কত?
উত্তর: ২-৩।
৮৩.কালার থিওরী কয়টি & কি কি?
উত্তর: ২টি, পিগমেন্ট এবং লাইট থিওরী।
৮৪.কি দিয়া সব ধরনের কাপড় কালার করা যায়?
উত্তর: পিগমেন্ট।
৮৫.টেমপোরারী ওয়াটার হার্ডনেস কিভাবে দুর করা যায়?
উত্তর: বাই হিটিং।
৮৬.ড্রাফটের লিমিট কত স্প্রিড ফ্রেমের?
উত্তর: ৩০-৬০
৮৭.ডেনিমের সুতা বানানো হয় কি থেকে?
উত্তর: ডিরেক্ট স্লাইভার থেকে।
৮৮.মসলিন কাপড়ের কাউন্ট কত?
উত্তর:৩০০ Ne
৮৯.স্লাইভার এর কাউন্ট কত?
উত্তর: ০.১ Ne
৯০.রবিং এর কাউন্ট কত?
উত্তর: ১-৩ Ne
৯১.পপলিনের কাউন্ট কত?
উত্তর: 40 Ne
৯২.লংগির কাউন্ট কত?
উত্তর:৩০ Ne
৯৩.নরমাল শার্টের কাউন্ট কত?
উত্তর: ৩০-৪০
৯৪.ভয়েল ফেব্রিকের কাউন্ট?
উত্তর: ৬০
৯৫.ইন্টারলাইনিং পোশাকের কোন কোন অংশে ব্যবহার করা হয়?
উত্তরঃ সাধারণত পোশাকের কলার, কাফ, ওয়েস্ট ব্যান্ড, ফেসিং এবং কোটের সম্মুখভাগে ব্যবহার করা হয়।
৯৬.ইন্টারলাইনিং কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার যথাঃ
ক. সিউন ইন্টারলাইনিং
খ. ফিউজিবল ইন্টারলাইনিং
৯৭.সিউন ইন্টারলাইনিং কাকে বলে?
উত্তরঃ যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে সেলাই করে জোড়া লাগানো হয়, তাকে সিউন ইন্টারলাইনিং বলে।
৯৮.ফিউজিবল ইন্টারলাইনিং কাকে বলে?
উত্তরঃ যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে তাআপ ও চাপের সাহায্যে জোড়া লাগানো হয়, তাকে ফিউজিবল ইন্টারলাইনিং বলে।
৯৯.ফিউজিবল ইন্টারলাইনিং এর জন্য সর্বোচ্চ তাপমাত্রা কত?
উত্তরঃ ১৭০º সেলসিয়াস।
১০০.ফিউজিং কাকে বলে?
উত্তরঃ পোশাকশিল্পে ফিউজিবল ইন্টারলাইনিংকে পোশাকের কাপড়ের মাঝখানে বসিয়ে উচ্চ তাপ ও চাপের মাধ্যমে পোশাকের মূল কাপড়ের সাথে লাগিয়ে দেয়াকে ফিউজিং বলে।
১০১.পিলিং স্ট্রেংথ কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ বন্ড স্ট্রেংথ মাপার জন্য।
১০২.ইন্টারলাইনিংকে কাপড়ের সাথে আটকাতে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ রেজিন জাতীয় পদার্থ।
১০৩.রেজিন কি?
উত্তরঃ এক ধরনের আঠালো পদার্থ।
১০৪.ফিউজিবল ইন্টারলাইনিংকে ফিউজড করার জন্য কি দরকার হয়?
উত্তরঃ রেজিন কোটিং।
১০৫.রেজিনের প্রলেপ কাপড়ের উভয় দিকে লাগানোর জন্য কোন কোটিং করা হয়?
উত্তরঃ ইমালশন কোটিং।
১০৬.রেজিন কোটিং কি?
উত্তরঃ ইন্টারলাইনিংকে কাপড়ের সাথে লাগানোর জন্য এর পৃষ্ঠদেশে আঠা জাতীয় পদার্থ দ্বারা প্রলেপ দেওয়া হয়। এ প্রলেপ দেয়াকে রেজিন কোটিং বলে।
১০৭.ফিড মেকানিজমের সংজ্ঞা দাও?
উত্তরঃ সেলাই করে উৎপন্ন সিমের চেহারা ও গুণগত বৈশিষ্ট্য ভাল পাওয়ার জন্য সঠিক ও সুষম দৈর্ঘ্যের স্টিচ তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে যে মেকানিজম তৈরি করা হয়, তাকে ফিড মেকানিজম বলে।
১০৮.প্লেইন সুইং মেশিনে কোন ফিড মেকানিজ ব্যবহার করা হয়?
উত্তরঃ ড্রপ ফিড মেকানিজম।
১০৯.কয়েকটি সেলাই সুতার প্যাকেজের নাম লিখ?
উত্তরঃ স্পুল, কপ, কৌন, ভি-কৌন, কনটেইনার ইত্যাদি।
১১০.সেলাই সুতায় ব্যবহৃত অন্যতম ফিনিশিং উপাদান কি?
উত্তরঃ লুব্রিকেন্ট।
১১১.প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?
উত্তর: wool ফাইবার।
১১২. প্রথম আবিস্কার করা crop ফাইবার এর নাম কি?
উত্তর: ফ্লাক্স ফাইবার।
১১৩.প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা মেন মেইড ফাইবার এর নাম কি?
উত্তর: পলি এমাইড ফাইবার। Nylon Fibre.
১১৪.সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?
উত্তর: কটন ফাইবার।
১১৫.কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা হয়?
উত্তর: সিল্ক ফাইবার।
১১৬.ডিসপোজাল গার্মেন্টস কি?
উত্তর: এক বার ব্যবহার করা গার্মেন্টস কে বলা হয়।
১১৭.ফাইবার ফিজিকেলী কত প্রকার?
উত্তর: ২ প্রকার যথাঃ
স্টেপল ফাইবার
ফিলামেন্ট ফাইবার
১১৮.Weft নিটিং এর  স্টিচ কয়টি?
উত্তর: ৩টি যথাঃ
ক) প্লেইন নিট স্টিচ  
খ)পার্ল স্টিচ এবং
গ)রিব স্টিচ
১১৯. কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়?
উত্তর: গ্রে কটন, ব্লিচ কটন এবং কালার অথবা ডাইড কটন ফেব্রিক।
১২০.প্লাই ইয়ার্ন কি?
উত্তর: ২ বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুয়েস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।

Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন