টেক্সটাইল শব্দের অর্থ কি?
টেক্সটাইল শব্দের অর্থ কি?
টেক্সটাইল (Textile) শব্দটি হল ল্যাটিন, বিশেষণ টেক্সটিলিস (textilis) থেকে এসেছে, যার অর্থ হল 'বোনা', যা নিজেই টেক্সটাস থেকে উদ্ভূত, অর্থাৎ the past participle of the verb texere টেক্সার to weave যার অর্থ হল বোনা।বর্তমানে টেক্সটাইল শব্দটি বহুল প্রচলিত একটি শব্দ যেখানে সকল প্রকার ফাইবার যেমনঃ সুতা/তুলা, পাট, উল, সিল্ক, হেম্প ইত্যাদি।
আবার সমস্ত প্রকার সেক্টর যেমনঃ উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং, গার্মেন্টস ইত্যাদি সব প্রক্রিয়াই এখন টেক্সটাইল এর অন্তর্ভুক্ত।
অর্থাৎ টেক্সটাইলের কাঁচামাল বা raw- materials থেকে শুরু করে গার্মেন্টস ফিনিশিং পর্যন্ত সব প্রসেসিং গুলো হল টেক্সটাইলের অন্তর্ভুক্ত।