টেক্সটাইল কেমিক্যাল ও টেক্সটাইল কেমিক্যালের ব্যবহার

 
টেক্সটাইল কেমিক্যাল
টেক্সটাইল কেমিক্যাল

সাধারণত ফেব্রিকের সাথে বিভিন্ন ধরণের ধূলাবালি, ময়লা, ওয়াক্স, ফাই-ইয়ার্ণ ও ফরেন ম্যাটারিয়াল থাকে যা ফেব্রিকে ডাইং ও ফিনিশিং এর সময় দূর করতে হয়। ফেব্রিককের বায়ারের চাহিদা অনুযায়ী কালার, জি.এস.এম. হ্যান্ডফিল, স্রিংকেজ, ডায়া ইত্যাদি ঠিক করার জন্য ফেব্রিককে ডাইং ও ফিনিশিং সেকশনে বিভিন্ন ধরণের কেমিক্যালের ব্যবহার করা হয়।


নিচে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু  কেমিক্যালের নাম এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলঃ


সোডা কি?
সোডা কালার ফিক্সিং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে এবং PH নিয়ন্ত্রণ করে, ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জন্য সোডা  ব্যবহার করা  হয়।

পার-অক্সাইড কি?
ফেব্রিকের মধ্যে থাকা প্রাকৃতিক গ্রে কালার রিমুভ করতে পার-অক্সাইড ব্যবহার করা হয়।

স্টেবিলাইজার কি?
পার-অক্সাডের রিয়েকশন স্টেবল করার জন্য স্টেবিলাইজার ব্যবহার করা হয়। এটি ব্যবহার না করলে পার অক্সাইড খুব দ্রুত ভাঙ্গে পরে হাইড্রো অক্সিল আয়ন গুলি শেষ করে ফেলবে যা ব্লিচিং এর জন্য দায়ী।

ডিটারজেন্ট কি?
ওয়েটিং অথবা ক্লিনিং এজেন্ট হিসাবে ডিটারজেন্ট ব্যবহার করা হয়।

এন্টিক্রিজিং এজেন্ট কি?
নিটিং এর পর এবং ওয়েট প্রসেসিং এর সময়  ফেব্রিকে ভাঁজ বা ক্রিজ পরে ফলে সেডে আন-ইভেন আসতে পারে  ডাইং এর সময়। তাই তা দুর করতে এক ধরনের ক্রিজ রিমুভার ব্যবহার করা হয় যেন ক্রিজ না পরে। এটি লুব্রিকেশন টাইপ ক্যামিকেল যাকে এন্টিক্রিজিং এজেন্ট বলে।

সিকুস্টারিং এজেন্ট কি?
পানির মধ্যে থাকা মেটাল আয়ন,ও হার্ডনেস রিমুভ করতে এবং পানিকে সফট করতে সিকুস্টারিং এজেন্ট ব্যবহার করা হয়।

ওয়েটিং এজেন্ট কি?
ফেব্রিককের ভিজানোর ক্ষমতা বাড়ানোর জন্য সারফেস টেনশন দুর করার জন্য ওয়েটিং এজেন্ট ব্যবহার করা হয়। এটি ওয়েটিং প্রপার্টি ইম্প্রুভ করে।

রিডাকশন এজেন্ট কি?
ফেব্রিকের সারফেসে লেগে থাকা অতিরিক্ত ডাইস দুর করার জন্য রিডাকশন এজেন্ট ব্যবহার করা হয়।

সোপিং এজেন্ট কি?
অতিরিক্ত কালার দুর করার জন্য ফেব্রিক ওয়াস করার সময় সোপিং এজেন্ট ব্যবহার করা হয়। এটি একটি লিকুইড সোপ।

এনজাইম কি?
ফেব্রিকের হেয়ারিনেস দুর করতে  সফট  করতে ব্যবহার করা হয়। এনজাইম পিলিং দুর করে।

এন্টিফোমিং এজেন্ট কি?
ডাই বাথে যেন ফোম ক্রিয়েট না হয়  তা দুর করতে এন্টিফোমিং এজেন্ট ব্যবহার করা হয়। লিকারে যেনো বেশি ফোম না হয় সেজন্য এন্টিফোমিং এজেন্ট ব্যবহার হয়।

সফটনার কি?
ফেব্রিকের সারফেস বাড়াতে এবং ফেব্রিক  সফট করতে সাধারনত এটি সফটনার ব্যবহার  করা হয়। এটি ফেব্রিক এর হেন্ডফিল এবং সুইয়িবিলিটি  বাড়ায়।

হাইড্রোজ কি?
ফেব্রিকের গা থেকে কালার তুলতে হাইড্রোজ ব্যবহার করা হয়। স্ট্রিপিং এর সময় একে রিডিউসিং এজেন্ট বলে।

লেভেলিং এজেন্ট কি?
ফেব্রিকের মধ্যে সম-ভাবে ডাইস কেমিক্যাল সমানভাবে যেন ডিস্ট্রিবিউশন হয় সেজন্য লেভেলিং এজেন্ট ব্যবহার করা হয়। একে ডাই রিটেন্ডারিং এজেন্ট বলে।

লবন কি?
ইলেকট্রো লাইট অর্থাৎ ফেব্রিকের সারফেসে, ডাই-বাথ থেকে ডাইজ আনতে লবন সাহায্য  করে।

ফিক্সিং এজেন্ট কি?
কালার ফিক্স করার জন্য ফিক্সিং এজেন্ট ব্যবহার করা হয়।

O.B.A কি?
অপটিক্যাল ব্রাইটেনার ফেব্রিকের ব্রাইটনেস, হোয়াইটনেস  বাড়াতে ব্যবহার করা হয়।

হাইড্রোজ রিমুভার কি?
হাইড্রোসের কর্মক্ষতা দুর্বল করতে এবং হাইড্রোজ দুর করতে হাইড্রোজ রিমুভার ব্যবহার করা হয়।

এসিটিক এসিড কি?
ফেব্রিককে নিউট্রাল করতে, বেসিক কন্ডিশন দুর করতে এবং PH কন্ট্রোল করতে এসিটিক এসিড ব্যবহার করা হয়। এটি টেক্সটাইল শিল্পে সর্বাধিক ব্যবহৃত এসিড।

ডিস্পারসিং এজেন্ট কি?
পলিএস্টার ফেব্রিকে ডাইজ যেন সমভাবে প্রবেশ করে তার জন্য ডিস্পারসিং এজেন্ট ব্যবহার করা হয়। এটিকে পলিস্টার এর লেভেলিং ও বলা যায়।

সোডিয়াম এসিটেট কি?
পলিস্টার  ডাইং এর সময় PH যেন স্টেবল অথবা কন্ট্রোল থাকে তার জন্য সোডিয়াম এসিটেট ব্যবহার করা হয়। একে বাফারিং এজেন্ট ও বলে।

অয়েল রিমুভার কি?
ফেব্রিকের গায়ে থাকা অয়েল মার্ক দুর করার জন্য অয়েল রিমুভার ব্যবহার করা হয়।

বায়ো-স্কাওরিং ক্যামিকেল কি?
মাল্টিপারপাস ট্রেটমেন্ট এর উদ্দেশ্যে বিশেষ করে স্কাওরিং, ব্লিচিং, এনজাইম একসাথে বায়ো-স্কাওরিং ক্যামিকেল ব্যবহার করা হয়। 

এপ্রিটন কি?
এপ্রিটন ক্যালসিয়াম অক্সাইড জাতীয় ক্যামিকেল, এটি কাপড় কে হার্ড করে।

PVA গাম কি?
PVA এর পূর্ণরূপ হল পলি ভিনাইল এলকোহল। এটি একটি পলিমার, যা ফেব্রিক কে হার্ড করে।

এলজিনেট গাম কি?
এলজিনেট গাম ন্যাচারাল গাম, যা লিকার সলিউশন এর ভিসকোসিটি বাড়াতে সাহায্য করে।

লুবরিকেন্ট কি?
টেক্সটাইল ম্যাটেরিয়াল এর ভেতরের স্টেটিক ইলেক্ট্রিসিটি দুর করার জন্য  লুবরিকেন্ট ব্যবহার করা হয়।

প্রোটনিক কেমিক্যাল কি?
ফেব্রিকের লাইন মার্ক দুর করতে প্রোটনিক কেমিক্যাল ব্যবহার করা হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন