স্টেনটার মেশিনের কাজ?

 
স্টেনটার মেশিন
স্টেনটার মেশিন

স্টেনটার মেশিন কি?
স্টেনটার মেশিন হল ফেব্রিক ফিনিশিং এর একটি অংশ।

স্টেনটার মেশিন কাকে বলে? 
যে মেশিনের সাহায্যে ভেজা কাপড়কে শুকিয়ে সংকোচিত ও প্রসারিত করে ফিনিশিং প্রক্রিয়ার জন্য ফেব্রিকে উপযোগী করা হয় তাকে স্টেনটার মেশিন বলে।

স্টেনটার মেশিনের গুরুত্ব কি কি?
টেক্সটাইল ফিনিশিং মেশিনারীজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেশিন হল স্টেনটার মেশিন।এই মেশিনের প্রধান কাজ হল কাপড়কে সংকোচিত ও প্রসারিত করা।

এছাড়াও কাপড়ের বহর ও ক্ষেত্র বিশেষে কাপড়ের দৈর্ঘ্য পূর্বের অবস্থায় ফিরে আনা হয় স্টেনটার মেশিনের মাধ্যমে।আর এ মেশিনের আর একটি কাজ হল কাপড়কে কিছু ফিনিশ প্রক্রিয়া করে বা না করে শুকানো।

স্টেন্টার মেশিনের প্রধান কাজ কি?
স্টেন্টার মেশিনের প্রধান কাজ হচ্ছে ফেব্রিককে শুকানো।এছাড়াও স্টেন্টার মেশিন দ্বারা ফিনিশিং এর আরও অনেক কাজ করা হয়।

স্টেনটার মেশিন কত প্রকার ও কি কি?
স্টেনটার মেশিন দুই প্রকার যথাঃ
১. ওয়েল বার্নার স্টেন্টার মেশিন।
২. গ্যাস বার্নার স্টেন্টার মেশিন।

স্টেনটার মেশিনের ফাংশনসমূহ কি কি?
  • ফেব্রিকের দৈর্ঘ্য কন্ট্রোল করা।
  • ফেব্রিকের জি.এস.এম কন্ট্রোল করা।
  • ফেব্রিককে ড্রাই করে।
  • ফেব্রিক রিকভারী কন্ট্রোল করা।
  • ফেব্রিকের ময়েশ্চার কন্ট্রোল করা।
  • ফেব্রিক এ ফিনিশিং কেমিক্যাল ব্যবহার করা হয়।
  • ফেব্রিকের ডায়া কন্ট্রোল করা।
  • ফেব্রিকের বোইং এবং বাইয়াস কন্ট্রোল করা।

স্টেন্টার মেশিনের প্রধান প্যারামিটারগুলো কি কি?
  • ডায়া
  • জি.এস.এম
  • ওভারফিড
  • স্পিড
  • রেডিএটর
  • টেম্পারেচার
  • ব্লোয়ার
  • প্লিভা বক্স

স্টেন্টার মেশিনের প্রধান পার্টস এবং তাদের কাজগুলো কি কি?

১.ডাবল প্যাডার কি?

ফেব্রিককে বেশী সফট করা হয় ডাবল প্যাডারের সাহায্যে।এক্ষেত্রে উভয় প্যাডারে সফেনার ব্যবহার করা হয়ে থাকে।ফেব্রিক এ যদি কালারের প্রয়োজন হয়, তবে কালারে সাথে সফেনার ব্যবহার করা হয়।

২.টেনশন রোলার কি?
ফেব্রিকে প্রয়োজনীয় টেনশন দেওয়া হয় টেনশন রোলারের মাধ্যমে।

৩.স্প্রেডার রোলার কি?
ফেব্রিককে ছড়িয়ে দেওয়ার কাজ করে থাকে স্প্রেডার রোলার।

৪.গাইডার রোলার কি?
ফেব্রিককে গাইড করে থাকে গাইড রোলার।

৫.ড্যান্সিং রোলার কি?
ফেব্রিকের টেনশন দেয় ও জি.এস.এম কন্ট্রোল করে ড্যান্সিং রোলার।

৬.রেডিএটর রোলার কি?
এক শক্তিকে অন্য শক্তিতে রুপান্তরিত করে যে রোলার তাকে রেডিএটর রোলার বলে।যেমনঃ ওয়েল স্টেন্টার মেশিনে ওয়েলকে রাসায়নিক শক্তিকে তাপশক্তিতে রুপান্তরিত করে।

৭.ব্লোয়ার রোলার কি?
ইহা উৎপন্ন তাপশক্তিকে ফ্যানের মাধ্যমে ছড়িয়ে দেয়।যার ফলে গরম বাতাস ইউনিফর্মলি নজলের মাধ্যমে ফেব্রিকে পৌঁছে যায়।

৮.ক্ল্যাম্প কি?
ক্ল্যাম্পের মাধ্যমে ফেব্রিকের ডায়া কন্ট্রোল করা হয়।

৯.প্লিভা বক্স কি?
বাতাসের আর্দ্রতা কন্ট্রোল করা হয় প্লিভা বক্সের মাধ্যমে।

১০.ফোল্ডিং রোলার কি?
যে রোলার ফেব্রিককে ভাঁজ বা ফোল্ড করার জন্য ব্যবহার করা হয় তাকে ফোল্ডিং রোলার বলে।

১১.এয়ার কন্ডিশনিং কি?
যে প্রক্রিয়ায় প্যানেলের তাপমাত্রা কমানোর হয় তাকে এয়ার কন্ডিশনিং বলে।

এয়ার কন্ডিশনিং এ ব্যবহৃত কিছু পার্টস?

  • এক্সোস্ট ফ্যান
  • নজল
  • উইন্ডার
  • সার্কুলেটিং ফ্যান
  • এট্রাকশন রোলার
  • কুলিং ড্রাম


এবার জেনে আসি স্টেনটার মেশিনের প্যারামিটারগুলো কিভাবে জি.এস.এম কন্ট্রোল করে।


স্টেনটার মেশিনের প্যারামিটারগুলো কি কি?
ডায়া বেশি হলে  জি.এস.এম কম হয়।
স্পিড বেশি হলে জি.এস.এম কম হয়।
টেম্পারেচার বেশি হলে জি.এস.এম কম হয়।
ওভারফিড বেশি হলে  জি.এস.এম বেশি হয়।

বিভিন্ন ফেব্রিকের জন্য স্টেন্টার মেশিনের টেম্পারেচারসমূহ কি কি?
  • কটনের জন্যঃ
  • হোয়াইট= ১৩০ ডিগ্রী সেলসিয়াস।
  • ব্ল্যাক= ১৪০ ডিগ্রী সেলসিয়াস।
  • সি.ভি.সি/ পি.সি= ১২০-১৪০ ডিগ্রী সেলসিয়াস।
  • ভিসকোস= ৯০  ডিগ্রী সেলসিয়াস।
  • পলিস্টার= ১১০-১১৫ ডিগ্রী সেলসিয়াস।

ভিন্ন ভিন্ন কাউন্টের জন্য স্টেনটার মেশিনের ওভারফিডসমূহ কি কি?
  • ৪০ কাউন্ট এর জন্য= ৮-১০% (+)
  • ৩৪ কাউন্ট এর জন্য= ৬-৭% (+)
  • ৩০ কাউন্ট এর জন্য= ৫% (+)

স্টেনটার মেশিনের ফিনিশিং এর কাজগুলো কি কি?

  • হিট সেটিং এর কাজ টেক্সটাইল মেশিন গুলোর মধ্যে একমাত্র স্টেনটার মেশিন করতে পারে।এর তাপমাত্রা রেঞ্জ ৫০-২০০ ডিগ্রী।
  • স্টেনটার মেশিনে ভেজা কাপড়কে শুকানোর জন্য ব্যবহার করা হয়, কারণ ড্রায়ার এর স্পিড কম থাকায় স্টেনটার মেশিনের উৎপাদন বেশি হয়।
  • স্টেনটার মেশিন কাপড় এর বোইং, স্কিউনেস, বায়াস কন্ট্রোল করতে পারে।
  • স্টেনটার মেশিনের সাহায্যে কাপড় স্ট্রেচিং করা যায়।স্ট্রেচিং করা করা কাপড় প্রিন্টিং, সুইডিং, পিচ, ব্রাশিং করা হয়।
  • কাপড়ে ভাঁজ বা ক্রিজ পড়লে স্টেনটার মেশিনে ছড়ানো যায়।
  • কাপড়কে সফট ফিনিশিং করতে স্টেনটার মেশিনের ব্যবহার করা হয়।
  • স্টেনটারে মেশিনে ফ্লোরোসেন্ট, পিগমেন্ট, হোয়াইট ডাইং করা যায়।
  • স্টেনটার মেশিনে কাপড় সফট ফিনিশিং, এবং স্পেশাল ফিনিশিং করা যায়।
  • ওভেন কাপড় এর টপিং এর জন্য স্টেনটার ব্যাবহার করা হয়।
  • কাপড়ের GSM কমানো যায়।
  • কাপড়কে হাই টেম্পারেচার ফিনিশিং করে কাপড় এর পলি কন্টামিনেশন দুর করা যায়।
  • কাপড়কে হার্ড ফিনিশিং করা যায়।
  • কিউরিং করা যায়
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন