নিটিং এর খুটিনাটি?

নিটিং
নিটিং

নিটিং কি?

নিটিং হল একটি ইংরেজি শব্দ যার অর্থ বোনা বা বয়ন করা। আর নিটিং শব্দের অর্থ সম্মিলন। যার সম্পূর্ণ অর্থ হল বয়ন সম্মিলন করা।

নিটিং এর তৈরি পণ্য গুলো কি কি?

টি-শার্ট, মোজা, আন্ডারওয়্যার, সোয়েটার, জ্যাকেট ইত্যাদি।

নিটিং (knitting) কাকে বলে?

টানা ও পড়েন সুতার সমন্বয় পরস্পর বন্ধনের মাধ্যমে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটিং বলে।

নিটিং প্রসেস কি?

হাত বা মেশিন দ্বারা এক ধরনের বিশেষ সুচ ব্যবহার করে বিশেষ ধরনের লুপ তৈরি করে লুপগুলোকে পরস্পর উল্লম্ব বা সমান্তরাল ভাবে সংযোজিত করে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটিং প্রসেস বলে।


নিটিং কত প্রকার?

নিটিং দুই প্রকার যথাঃ
  • ওর্য়াপ নিটিং 
  • ওয়েফট নিটিং

ওয়ার্প নিটিং কি?

কাপড়ের দৈর্ঘ্য বরাবর খাড়াভাবে প্রতিটি টানা সুতা দিয়ে লুপ তৈরি করে লুপগুলোকে পরস্পর সংযোজিত করে সাধারণ নিটিং পদ্ধতিতে যে কাপড় তৈরি করা হয় তাকে ওয়ার্প নিটিং বা Warp knitting বলে।

ওয়েফট নিটিং কি?

এক বা একাধিক পড়েন সুতা দ্বারা অনুভূমিকভাবে লুপ তৈরি করে লুপগুলোকে পরস্পর সংযোগ করে বৃত্তাকৃতি বা চ্যাপ্টা আকারের যে কাপড় তৈরি করা হয় তাকে ওয়েফট নিটিং বা Weft knitting বলে।
Next Post Previous Post