নীট ফেব্রিক এর নাম?


সিঙ্গেল জার্সি ফেব্রিক
সিঙ্গেল জার্সি ফেব্রিক

সিঙ্গেল জার্সি ফেব্রিক কি?

সিঙ্গেল জার্সি ফেব্রিকের টপ সাইডে চিকন চিকন দাগ থাকে, এবং ইনসাইডে নিট এর মতো জালি থাকে, আর এই জাতীয় ফেব্রিক কে সিঙ্গেল জার্সি ফেব্রিক বলা হয়।
সিঙ্গেল জার্সি ফেব্রিকের জিএসএম সাধারণত 100 থেকে 200 হয়ে থাকে।

গ্রে মিলাঞ্জ ফেব্রিক
গ্রে মিলাঞ্জ ফেব্রিক

গ্রে মিলাঞ্জ ফেব্রিক কি?

সিঙ্গেল জার্সি কাপড়ে যখন সাদা এবং গ্রে কালারের মিক্স হয় তখন তাকে গ্রে মিলাঞ্জ ফেব্রিক বলে।

এই কাপড় মূলত কটন এবং ভিসকোস ব্লেন্ডেড ফেব্রিকের সংমিশ্রণ। 

গ্রে মিলাঞ্জ ফেব্রিক কত প্রকার?

গ্রে মিলাঞ্জ ফেব্রিক তিন প্রকারের হয় যথাঃ
  • এক্র মিলাঞ্জ ফেব্রিক
  • গ্রে মিলাঞ্জ ফেব্রিক
  • এন্থ্রা মিলাঞ্জ ফেব্রিক

টেরি ফেব্রিক
টেরি ফেব্রিক

টেরি ফেব্রিক কি?

টেরি ফেব্রিকের টপ সাইড দেখতে সিঙ্গেল জার্সি ফেব্রিকের মতো। এবং ইনসাইড ব্যান্ডেজ এর মতো থাকে। আর এরকম ফেব্রিকে টেরি ফেব্রিক বলে।

এই ফেব্রিকের একপাশে প্লেন এবং অন্য পাশে লুপ যুক্ত হয়।

ফ্লিস ফেব্রিক
ফ্লিস ফেব্রিক


ফ্লিস ফেব্রিক কি?

ফ্লিস ফেব্রিকের টপসাইট দেখতে সিঙ্গেল জার্সি মতো হয়, কিন্তু ইনসাইড দেখতে খুবই নরম ও তুল তুলা হয়। আর এই জাতীয় ফেব্রিকে ফ্লিস ফেব্রিক বলা হয়। আর ফ্লিস ফেব্রিকের ব্রাশিং প্রক্রিয়াটি ডাইং করার পরে করা হয়।

পোলার ফ্লিস ফেব্রিক
পোলার ফ্লিস ফেব্রিক

পোলার ফ্লিস ফেব্রিক কি?

যে ফেব্রিকের উভয় সাইডে Brush করা বা তুলাতুলা থাকে তাকে Pollar Fleece ফেব্রিক বলে। এই কাপড় নীটিং করার সময় উভয় পাশে  লুপ থাকে এবং ইহা ব্রাশিং মেশিনে উভয় সাইডে ব্রাশ করা থাকে। এই কাপড় গুলোর জিএসএম অনেক বেশি থাকে। Pollar Fleece ফেব্রিকের GSM ৩০০-৬০০ হয়।

ইয়ার্ন ডাইড ফেব্রিক
ইয়ার্ন ডাইড ফেব্রিক

ইয়ার্ন ডাইড ফেব্রিক কি?

যে ফেব্রিকের টপ ও বটম উভয় সাইডে একই ধরনের কালারের Stripe দেখা যায় তাকে Yarn Dyed Fabric বলে। 

সিংগেল জার্সি, রিব, ইন্টারলক ফেব্রিকে ইয়ার্ন ডাইড ফেব্রিক করা সম্ভব। তাই একে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ, ফিডার স্ট্রাইপ নামে চিনি এবং ক্রয় করে থাকি। 

রিব ফেব্রিক
রিব ফেব্রিক

রিব ফেব্রিক কি?

যে ফেব্রিকে টানলে উভয় পাশে বাড়ে তাকে তাকে রিব ফেব্রিক বলে।

ল্যাকরা রিব ফেব্রিক কি?
ল্যাকরা রিব ফেব্রিক

ল্যাকরা রিব ফেব্রিক কি?

ল্যাকরা রিব ফেব্রিকের টপ এবং বটম দুই পাশেই খাড়া লম্বা লম্বা দাগ থাকে যা টানলে বাড়ে তাকে ল্যাকরা রিব ফেব্রিক বলে। ফেব্রিক গুলো সাধারনত খাঁজ কাটার মতো দেখায়।

আরও জানুনঃ


রিব ফেব্রিক কত প্রকার?

রিব ফেব্রিক কয়েক প্রকারের হয়ঃ
  • ১×১ রিব
  • ২×২ রিব
  • ৩×৩ রিব

লাকস্ট ফ্রেবিক
লাকস্ট ফেব্রিক

লাকস্ট ফেব্রিক কি?

লাকস্ট ফেব্রিকের টপ সাইট ডায়মন্ডের মতো দেখা যায় এবং ইনসাইড প্লেন বা সমান থাকে।

লাকস্ট ফেব্রিক কত প্রকার?

লাকস্ট ফেব্রিক দুই প্রকারঃ
  • সিঙ্গেল লাকস্ট ফেব্রিক
  • ডাবল লাকস্ট ফেব্রিক

সিঙ্গেল লাকস্ট ফেব্রিক কি?

ডায়মন্ডের বিট যদি ছোট হয়, তাহলে তাকে সিঙ্গেল লাকস্ট ফেব্রিক বলে।

লাকস্ট ফেব্রিক এর টপ সাইট ডায়মন্ডের মতন দেখতে দেখা যায় এবং ইনসাইড প্লেন (সমান) থাকে।

ডাবল লাকস্ট ফেব্রিক কি?

ডায়মন্ডের বিট যদি বড় হয়, তাহলে তাকে ডাবল লাকস্ট ফেব্রিক বলে।

লাইক্রা সিঙ্গেল জার্সি ফেব্রিক কি?

সিঙ্গেল জার্সি ফেব্রিকে টানলে ফেব্রিক বাড়বে কিন্তু টান ছেড়ে দিলে ফেব্রিক পুনরায় তার আগের অবস্থায় ফিরে যাবে। এই ফেব্রিকে লাইক্রা সিঙ্গেল জার্সি ফেব্রিক বলা হয়।
লাইক্রা সিঙ্গেল জার্সি ফেব্রিকে টানলে ভিতরে চকচকে রাবারের মতো ইলাস্টিক দেখা যায়।

লাইক্রা রিব ফেব্রিক
লাইক্রা রিব ফেব্রিক

লাইক্রা রিব ফেব্রিক কি?

যে ফেব্রিককে উভয় দিকে টানলে বাড়ে, তাকে লাইক্রা রিব বলে । এই লাইক্রা রিব ফেব্রিকে ইলাস্টিকের পরিমাণ অনেক বেশি থাকে।

লাইক্রা রিব কত প্রকার ও কি কি?

লাইক্রা রিব কয়েক প্রকারের হয়ে থাকেঃ
  • ১×১
  • ২×২
  • ৩×৩
  • ৪×৪

ম্যাশ ফেব্রিক
ম্যাশ ফেব্রিক

ম্যাশ ফেব্রিক কি?

ম্যাশ ফেব্রিকের বুনন অনেকটা মশারির জালের মতো। অর্থাৎ যে ফেব্রিকের মধ্যে মশারির জালের মতো ছোট ছোট ছিদ্র যুক্ত থাকে তাকে ম্যাশ ফেব্রিক বলা হয়।

ম্যাশ ফেব্রিক কোন মেশিনে প্রস্তুত করা হয়?

ম্যাশ ফেব্রিক ওয়ার্প নীট মেশিনে প্রস্তুত করা হয়।

ইন্টারলক ফেব্রিক
ইন্টারলক ফেব্রিক

ইন্টারলক ফেব্রিক কি?

যে ফেব্রিকের টপ সাইড এবং ইন সাইডে সিঙ্গেল জার্সি ফেব্রিকের মতো খাড়া লম্বা দাগ থাকে কিন্তু টানলে খুব অল্প বাড়ে তাকে ইন্টারলক ফেব্রিক বলে।

ডিজাইন ইন্টারলক ফেব্রিক
ডিজাইন ইন্টারলক ফেব্রিক

ডিজাইন ইন্টারলক ফেব্রিক কি?

ডিজাইন ইন্টারলক ফেব্রিকের টপ সাইডে ডিজাইন করা থাকে ইনসাইড এ অনেকটা মসৃণ থাকে।

স্লাব ফেব্রিক
স্লাব ফেব্রিক

স্লাব ফেব্রিক কি?

যে ফেব্রিকের প্রস্থ বরাবর ছোট ছোট দাগ বা গিট এর মতো থাকে তাকে স্লাব ফেব্রিক বলা হয়।

আরও জানুনঃ


স্লাব ফেব্রিকের স্লাব গুলো কোন ফাইবার দিয়ে করা হয়?

স্লাব ফেব্রিকের স্লাব গুলো মোডাল ফাইবার দিয়ে করা হয়।

হেভি জার্সি ফেব্রিক
হেভি জার্সি ফেব্রিক

হেভি জার্সি ফেব্রিক কি?

যে ফেব্রিক অন্য ফেব্রিকের চেয়ে একটু হার্ড হয় তাকে হেভি জার্সি ফেব্রিক।

অল ওভার প্রিন্ট ফেব্রিক
অল ওভার প্রিন্ট ফেব্রিক

অল ওভার প্রিন্ট ফেব্রিক কি?

যে ফেব্রিকে সিঙ্গেল জার্সি ফেব্রিকের মতো টপ সাইডে প্রিন্ট করা হয় তাকে অল ওভার প্রিন্ট ফেব্রিক বলে।

অল ওভার প্রিন্ট ফেব্রিক গুলোর চাহিদা বাজারে অনেক বেশি থাকে।

ডিজাইন ফিলিসি ফেব্রিক
ডিজাইন ফিলিসি ফেব্রিক

ডিজাইন ফিলিসি ফেব্রিক কি?

যে ফেব্রিক দেখতে অনেকটা ফিলিসি ফেব্রিকের ডিজাইনের মতো, কিন্তু ফেব্রিকের গায়ে নিট ডিজাইন থাকে, তাকে ডিজাইন ফিলিসি ফেব্রিক বলে।

ডিজাইন টেরি ফেব্রিক
ডিজাইন টেরি ফেব্রিক

ডিজাইন টেরি ফেব্রিক কি?

ডিজাইন টেরি ফেব্রিক অনেকটা টেরি ফেব্রিক এর মতো, কিন্তু টেরি ফেব্রিক থেকে ডিজাইন টেরি ফেব্রিক হালকা-পাতলা হবে, আর ফেব্রিক এর উপর পাশে ডিজাইন থাকবে।

সিভিসি ফেব্রিক
সিভিসি ফেব্রিক

সিভিসি ফেব্রিক কি?

ডাইং করার পরে সাদা রং ধারণ থাকা কাপড় গুলি কে CVC বা Cheaf Value of Cotton Fabric বলে। 

এই ফেব্রিক পলি কটন ব্লেন্ড সুতা দিয়ে প্রস্তুত করা হয়। আর এখানে কাপড়টির একটি পার্ট ডাইং করা।
Next Post Previous Post