নিট ফেব্রিক সম্পর্কে বেসিক কিছু তথ্য এক নজরে জেনে নিন?

নিট ফেব্রিক
নিট ফেব্রিক

নিট ফেব্রিক সম্পর্কে বেসিক কিছু তথ্য এক নজরে জেনে নিনঃ

  • নিট ফেব্রিকের GSM যত বেশি হবে ফেব্রিকটি তত বেশি মোটা হবে, আর ফেব্রিকের GSM যত কম হবে ফেব্রিকটি তত বেশি চিকন হবে।
  • নিট ফেব্রিকের GSM যত বেশি হবে ফেব্রিকটি বানাতে তত বেশি সুতা লাগবে। ফলে ফেব্রিকের দামও বেশি হবে।
  • VDQ মানে হল Variable Dia for Quality Pulley অর্থাৎ পুলির Dia বাড়ালে Stitch Length বাড়ে ফলে Stitch Density কমে এবং GSM কমে। 
  • আর VDQ বা Variable Dia for Quality Pulley পুলির Dia কমালে Stitch Length কমে ফলে Stitch Density বাড়ে ও GSM বাড়ে।
  • যে সুতার কাউন্ট সংখ্যার মান যত বেশি সেই সুতা তত চিকন হবে। যেমনঃ 40 Ne এর সুতা 24 Ne এর চেয়ে চিকন।

নিটিং মেশিনের অন্যতম দুটি প্যারামিটার কি কি?

নিটিং মেশিনের অন্যতম দুটি টেকনিক্যাল প্যরামিটার হলোঃ 
  • মেশিন ডায়া (DIA) ও 
  • মেশিন গেজ (G)

  • মেশিনের ডায়া ও গেজ যত বেশি হবে নিটিং প্রোডাকশন তত বেশি হবে। 

  • সাধারনত ১ ইঞ্চিতে ৩ টা করে ফিডার থাকে।
  • কমন কিছু মেশিন ডায়া 20, 22, 26, 30, 34, 36, 38, 40, 42, 46.

কিছু কমন মেশিন গেজ কি?

  • Single Jersey Fabric= 22/24/28 G
  • Rib Fabric= 18 G
  • Interlock Fabric= 22 G
  • Fleece Fabric= 20 G
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন