জিপিকিউ এর কাজ কি?

জিপিকিউ
জিপিকিউ

জিপিকিউ এর কাজ হলোঃ

  • বায়ার কোয়ালিটি কন্টোলারের সাথে মিটিং অ্যারেঞ্জ করে এবং পিপি মিটিং এর প্রয়োজনীয় টাস্ক দেওয়া।
  • বায়ারের স্যাম্পল কোয়ালিটি রিকুয়ারমেন্ট ফলোআপ করা। 
  • স্যাম্পল কোয়ালিটি এবং বায়ারের কাছে সঠিক সময়ে ডেলিভারি নিশ্চিত করা।
  • গার্মেন্টস কাটিং, সুইং এবং ফিনিশিং এ বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট ফলোআপ করা।
  • সেকশন ওয়াইজ কোয়ালিটি ইন্সপেকশন করা।
  • গার্মেন্টস সুইং এবং ফিনিশিং এ বিশেষ করে সমস্ত কোয়ালিটি পয়েন্ট চেক করা।
  • কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কিত বায়ারের সর্বশেষ ম্যাসেজ রিলেটেড সেকশনে জানানো।
  • বায়ার ফাইনাল ইন্সপেকশনের পূর্বে প্রোডাক্ট কোয়ালিটি ইনশিওর করা।
  • ফাইনাল ইন্সপেকশনের ব্যবস্থা করা।
  • কোয়ালিটি কল্ট্রোলার ফাইলের সব কিছু ফিলাপ করে।
  • বায়িং হাউজ থেকে নমুনা এপ্রুভাল নেওয়া।
  • যে কোন কোয়ালিটি ইস্যুতে বায়ার কোয়ালিটি কন্টোলারের সাথে যোগাযোগ করে।
  • গার্মেন্টস ফ্যাক্টরিতে বায়ার কোয়ালিটি কন্টোলারের প্রতিনিধি হিসাবে কাজ করে।
  • জিপিকিউ বায়ার কোয়ালিটি  ম্যানুয়াল গার্মেন্টস ফ্যাক্টরিতে বাস্তবায়ন করে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন