গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন?


গার্মেন্টস কোয়ালিটি
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন

কোয়ালিটি ইন্সপেক্টর কি?
কোয়ালিটি অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক। অর্থাৎ কোয়ালিটি ইনস্পেক্টর অর্থ মান বা গুন পরিদর্শক।

এসপিআই (SPI) কি?
Stitch Per Inchi বা এক ইঞ্চিতে কয়টি সেলাই।

গার্মেন্টস (Garments) অর্থ কি?
পোশাক।

DTM এর Full Meaning কি?
DTM এর Full Meaning হল Dying to Match বা রঙের সাথে মিল থাকা।

AQL এর পূর্ণরূপ কি?
Acceptable Quality Lebel বা গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।

CB এর Full Meaning কি?
CB এর Full Meaning হচ্ছে Centre Back.

GTM এর Full Meaning কি?
GTM এর Full Meaning হল Garments Total Management বা মোট গার্মেন্টস ব্যবস্থাপনা।

HPS এর Full Meaning কি?
HPS এর Full Meaning হল High Point Shoulder.

LPS এর Full Meaning কি?
Low Point shoulder.

ডিফেক্ট কত প্রকার?

ডিফেক্ট তিন প্রকারঃ
  • Major Problem বা বড় ধরনের সমস্যা
  • Minor Problem বা ছোট ধরনের সমস্যা
  • Critical Problem বা ক্ষুদ্র ধরনের সমস্যা

সেলাই কি?
দুইটি বন্ধনীর জোড়া দেওয়াকে সেলাই বলে।

ব্রকেন স্টিচ কি?
দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হল সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকে ব্রকেন স্টিচ বলা হয়। 

স্কিপ স্টিচ কি?
সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে তাকে স্কিপ স্টিচ বলে।

প্লিট কি?
সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে তাকে প্লিট বলে।

ওপেন স্টিচ কি?
সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে ওপেন স্টিচ বলে।

একটি ইঞ্চি টেপে কত cm থাকে?
একটি ইঞ্চি টেপে ১৫০ cm থাকে।

একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে?
একটি ইঞ্চি টেপে 60 ইঞ্চি থাকে।

একটি ইঞ্চি টেপে কত ফুট থাকে?
একটি ইঞ্চি টেপে ৫ ফুট থাকে।

১০ mm সমান কত cm?
১০ mm সমান 1 cm.

১ ইঞ্চি সমান কত cm?
১ ইঞ্চি সমান 2.54 cm.

১ মিটার সমান কত cm?
১ মিটার সমান ১০০ cm.

১ মিটার সমান কত ইঞ্চি?
১ মিটার সমান 39.37 ইঞ্চি।

১ ইঞ্চি সমান কত সুতা?
১ ইঞ্চি সমান ৮ সুতা।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন