এনজাইম ওয়াশ |
এনজাইম ওয়াশ কি?
এনজাইম ওয়াশ হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটানো হয়।
এনজাইম ওয়াশ হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটানো হয়।
এনজাইম ওয়াশ কিভাবে কাজ করে?
সেলুলোজ উদ্ভিদ জাতীয় ফাইবারের মধ্যে এনজাইম ওয়াশ কাজ করে।
এনজাইম ওয়াশ করলে কখন ফেইডেড ইফেক্ট পড়ে?
এনজাইম ওয়াশ এর সময় এনজাইম প্রথমে প্রজেক্টিং ফাইবারে পরবর্তীতে ফেব্রিকের সুতায় অ্যাটাক করে হাইড্রোক্সিল করে। যার ফলে পোশাকের মাঝে ডিজাইন হিসাবে ফেইডেড ইফেক্ট পাওয়া যায়।
এনজাইম কত প্রকার ও কি কি?
এনজাইম দুই প্রকার যথাঃ
এনজাইম দুই প্রকার যথাঃ
- এসিড বা অম্ল এনজাইম
- নিউট্রাল এনজাইম বা পাউডার/লিকুইড
এসিড এনজাইমঃ
- PH Range: ৪.৫-৫.৫
- Temp: ৪০-৫৫ ডিগ্রী সে.
- Time: ২৫-৫৫ মিঃ
- এসিড এনজাইম বাদামী বর্ণের।
- খুব দ্রুত এনজাইম ইফেক্ট চলে আসে।
- কালার ব্লিডিং এবং স্টেইনিং অনেক হাই।
- প্রডাকশন অনেক বেশি হয়।
- SL এনজাইম লিকুইড ফর্মে বাজারে পাওয়া যায়।
- PH Range: ৬-৭
- Temp: ৪০-৬০ ডিগ্রী সে.
- Time: ৩০-৫০ মিঃ
- এনজাইম ইফেক্ট আসে খুব ধীরগতিতে।
- পিউমিক ষ্টোনের সাথে এই ইফেক্ট খুব ভালো কাজ করে।
- কালার ব্লিডিং এবং স্টেইনিং অনেক কম।
- ডার্ক সেডে এটা ভালো কাজ করে।
- এসিড এনজাইম হালকা সাদা বর্ণের।
- PH Range: ৬-৭
- Temp: ৪০-৬০ ডিগ্রী সে.
- Time: ৪৫-৮০ মিঃ
- এনজাইম ইফেক্ট ধীরগতিতে আসে।
- পিউমিক ষ্টোনের সাথে এই ইফেক্ট খুব ভালো কাজ করে।
- ডার্ক সেডে এটা অনেক ভালো কাজ করে।
- সোডা অ্যাশ
- স্যান্ডো ক্লিন পাউডার
- বায়ো ডিটারজেন্ট
- সফ্টনার
- সোডিয়াম মেটা বাই-সালফেট।
- ফেব্রিকের ঘর্ষণ ক্ষমতা বাড়ায়।
- সাইজ মেটারিয়াল দূর করে।
- ফেব্রিকে থাকা স্টার্চ দূর করে।
- ফেব্রিকের সফটনেস বাড়ায়।
- ফেব্রিকের কালার এবং রাবিং ফাস্টনেস বাড়ায়।
- ফেব্রিকের স্ট্রেন্থ কমায়
- সময় সাপেক্ষ
- ব্যয়বহুল
- প্রোডাক্টের সার্ভিস এবিটিলি কমায়
- কেমিক্যাল কনজামসন অনেক হাই।
এনজাইম ওয়াশ কেন করা হয়?
- ফেব্রিক/গার্মেন্টস থেকে সাইজ পার্টিকেল দূর করার জন্য।
- এনজাইম ষ্টোন ওয়াস এর মতো মেকানিক্যাল ইফেক্ট দেয় না এটা ক্যামিকেল ইফেক্ট দেয় যদিও এর পারপাস সেইম কিন্ত এনজাইম ওয়াসে বডি ডেমেজ কম হয়ে থাকে।
- গার্মেন্টস বডির হ্যান্ডফিল অনেক সফট হয়।
- হালকার এব্রেশন ইফেক্ট আনার জন্য ষ্টোন ওয়াস ইফেক্ট আনার জন্য যেমন সিমে সুইং এরিয়ায় করা হয়।
- কালার ফাস্টনেস বাড়ায়।
- এনজাইম সারফেসে কাজ করে বিধায় গার্মেন্টস সারফেস অনেক স্মুথ হয়।
- বায়োপলিশিং ইফেক্ট দেয় কটন ডেনিমের উপরে।
- রাবিং ফাস্টনেস বাড়ায়।
- এনজাইম এন্টি পিলিং প্রোপার্টি ইম্প্রুভ করে।