পোশাক |
গার্মেন্টস ফ্লোচার্টের কাজগুলোর বিস্তারিত নিম্নরূপঃ
গার্মেন্টস ফ্লোচার্টঃ
কাটিং
↓
সুইং
↓
ক্যালেন্ডারিং
↓
ফোল্ডিং
↓
প্যাকিং
↓
ডেলিভারি
কাটিং কি?
নিট ডাইং অথবা ফেব্রিক ডাইং করা কাপড় কে বায়ারের চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করার জন্য নির্দিষ্ট নিয়মে প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটাকে কাটিং বলে।
সুইং কি?
কাটিং করা ফেব্রিক গুলোকে সুইং ও সেলাই সুতার মাধ্যমে জোড়া দিয়ে পোশাক তৈরি করার পদ্ধতিকে সুইং বলে।
ক্যালেন্ডারিং কি?
তৈরিকৃত পোশাককে আকর্ষণীয় করে বায়ারের নিকট তুলে ধরার জন্য ক্যালেন্ডারিং করা হয়। আর ক্যালেন্ডারিং এর মাধ্যমে পোশাকের অনাকাঙ্ক্ষিত ফোল্ড বা ভাঁজ দূর করা হয়।
ফোল্ডিং কি?
ক্যালেন্ডারিং করার পর পোশাককে প্যাকিং করা হয়। প্যাকিং করার সময় পোশাককে নির্দিষ্ট নিয়মে ভাঁজ বা ফোল্ড দেওয়া হয়। আর এই ভাঁজ বা ফোল্ড দেওয়ার প্রক্রিয়া কে ফোল্ডিং বলে।
প্যাকিং কি?
ফোল্ডিং করা কাপড়কে ধুলা বালির হাত থেকে রক্ষা করা ও বায়ারের কাছে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলার জন্য প্যাকিং করা হয়।
ডেলিভারি কি?
তৈরিকৃত পোশাককে বক্স বন্দি করে নির্দিষ্ট তারিখের মধ্যে বায়ারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার নাম হল ডেলিভারি।