CVC বা Cheaf Value of Cotton ফেব্রিক কিভাবে ডাইং করা হয়?


CVC বা Cheaf Value of Cotton
সিবিসি কটন ফেব্রিক


CVC কি?
CVC হল একটি ইংরেজি শব্দ যার অর্থ Cheaf Value of Cotton.

CVC ফেব্রিক কাকে বলে?
যে ফেব্রিক ডাইং করার পরে সাদাটে থাকে তাকে CVC বা Cheaf Value of Cotton Fabric বলে।

সিভিসি ফেব্রিক কি?
ডাইং করার পরে সাদা রং ধারণ থাকা কাপড় গুলি হল CVC বা Cheaf Value of Cotton ফেব্রিক। এই ফেব্রিক পলি কটন ব্লেন্ড সুতা দিয়ে প্রস্তুত করা হয়। আর এখানে কাপড়টির একটি পার্ট ডাইং করা। 

৬০/৪০ সিভিসি (CVC) মানে কি?
৬০/৪০ সিভিসি (CVC) মানে হল ফেব্রিকের মধ্যে শতকরা ৬০% কটন আর ৪০% পলিস্টার ইয়ার্ন ব্যবহার করা হয়।

১০০% কটন ইয়ার্ন থেকে সিভিসি (CVC) ইয়ার্ন এর দাম কম হওয়ায় এবং ফেব্রিকের স্থায়িত্ব বৃদ্ধির জন্য কটন ইয়ার্ন এর পরিবর্তে সিভিসি ইয়ার্ন অনেক বেশি ব্যবহৃত হয়। যদিও ১০০% কটন ফেব্রিক অনেক আরামদায়ক, কিন্তু অল্প ব্যবহার করলেই অনেক ক্রিজ বা ভাঁজ পড়ে যায়।

CVC বা Chief Value of Cotton ফেব্রিকের ডাইং প্রসেস?
Chief Value of Cotton বা  (CVC) ফেব্রিককে প্রথমে ডাবল ডাইং করতে হয়, প্রথমে ১৩০° সর্বোচ্চ তাপমাত্রা পলিস্টার পার্ট ডাইং করা হয়, পরবর্তীতে ৭০° সর্বোচ্চ তাপমাত্রা কটন পার্ট ডাইং করা হয়।

CVC ফেব্রিকের কখন মার্ল ইফেক্ট আসে?
সিভিসি ফেব্রিককে যদি ডাবল ডাইং করা না হয় তাহলে ফেব্রিকে মার্ল ইফেক্ট আসে। মূলত বায়ারের রিকয়ারমেন্ট অনুযায়ী সিঙ্গেল এবং ডাবল পার্ট ডাইং করার সিদ্ধান্ত নেওয়া হয়।

CVC এর পূর্ণরূপ কি?
CVC এর পূর্ণরূপ  হল Chief Value of Cotton.

CVC বা Cheaf Value of Cotton
সিবিসি পলিস্টার ফেব্রিক

CVC বা Cheaf Value of Cotton Fabric কিভাবে ডাইং করা হয়? 

  • Cheaf Value of Cotton বা সিভিসি ফেব্রিক এ সর্বপ্রথম পলিস্টার পার্ট ডাইং করা হয়। 
  • Cheaf Value of Cotton বা সিভিসি ফেব্রিক এ কটন পার্ট পরে ডাইং করা হয়।
  • Cheaf Value of Cotton বা সিভিসি ফেব্রিক এ ডাইং প্রসেস কে ডাবল পার্ট ডাইং বলে।
  • Cheaf Value of Cotton Fabric বা সিভিসি ফেব্রিক এ এক পার্ট ডাইং হলে সেই ইফেক্ট কে মিলাঞ্জ ইফেক্ট বলে। 
  • CVC বা Cheaf Value of Cotton Fabric কে পলিস্টার কাপড় ফিনিশ করতে টেম্পারেচার কমিয়ে ফিনিশ করতে হবে।
  • CVC বা Cheaf Value of Cotton Fabric এ এক একটি ব্যাচ ডাইং করতে ১৮ ঘন্টা সময় লাগে।  
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন