ক্যালেন্ডারিং কাকে বলে?

ক্যালেন্ডারিং কাকে বলে?

ক্যালেন্ডারিং কি?
কাপড় ইস্ত্রী করার প্রক্রিয়ার নাম হল ক্যালেন্ডারিং।

ক্যালেন্ডারিং কাকে বলে?
যে প্রসেসের সাহায্যে কাপড়কে রোলের মাধ্যমে চাপ ও তাপ দিয়ে কাপড়ের চাকচিক্যতা, মসৃণতা, এবং কাপড়ের মধ্যে থাকা ছোট ছোট ফাঁকা জায়গায় চাপ দিয়ে কাপড়ের সুতাগুলো চ্যাপ্টা হয়ে মধ্যবর্তী ফাঁকা স্থানসমূহ বন্ধ করা হয় তাকে ক্যালেন্ডারিং বলে।

ক্যালেন্ডারিং এর গুরুত্ব?
  • ক্যালেন্ডারিং করার ফলে ফেব্রিকের সুতাগুলো চ্যাপ্টা হয়ে যায়।
  • ক্যালেন্ডারিং করার ফলে সুতার মাঝে মাঝে যে ফাঁকগুলো ছিল তা বন্ধ হয়ে যায়।
  • ক্যালেন্ডারিং করার ফলে ফেব্রিকের কোমলতা ও চাকচিক্যতা বেড়ে যায় এবং ফেব্রিক দেখতে অতীব আকর্ষণীয় লাগে।
  • বর্তমানে প্রায় সব ধরনের ফেব্রিকেই ক্যালেন্ডারিং করা হয়।বিশেষ করে কটন, সিল্ক, রেয়ন ইত্যাদি ফেব্রিকের ক্ষেত্রে ক্যালেন্ডারিং করা হয়।

ক্যালেন্ডারিং কাকে বলে?


ক্যালেন্ডারিং প্রসেস কিভাবে কাজ করে?
ক্যালেন্ডারিং হচ্ছে ফেব্রিকে পেঁচানো ভারী একটি রোল যা একটি শক্ত ফ্রেমে থাকে।আর ফ্রেমে থাকা ফেব্রিকগুলোকে ক্যালেন্ডারিং করার পূর্বে ভাঁজ এবং সংকোচন মুক্ত করতে হয়।

ক্যালেন্ডারিং করা মূলত ফেব্রিক এর উপর নির্ভর করে।ফেব্রিক কি ফাইবার দিয়ে গঠন হয়েছে তার ওপর নির্ভর করে তাপ এবং চাপ দিয়ে ক্যালেন্ডারিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
Next Post Previous Post