বোতাম কাকে বলে ও কত প্রকার ও কি কি?


বোতাম
বোতাম


বোতাম কি?
বোতাম হল পোশাকের একটি অত্যাবশ্যকীয় ট্রিমিং।

বোতাম কাকে বলে? 
যা পোশাকের সৌন্দর্য বৃদ্ধি এবং কার্যকরী অংশ হিসেবে ব্যবহার করা হয় তাকে বোতাম বলে।

বোতামের ইংরেজি শব্দ কি?
বোতামের ইংরেজি শব্দ হল বাটন (Button) বা বোতাম।

বোতাম কত প্রকার ও কি কি?
ম্যাটেরিয়াল বা ধাতুর দিক দিয়ে বোতামকে তিন ভাগে ভাগ করা যায় যেমনঃ
  • প্লাষ্টিক বা পলি বাটন
  • ধাতু বা ম্যাটেরিয়াল বাটন
  • চক বাটন

১.প্লাষ্টিক বা পলি বাটন কি?
যে সমস্ত বাটন সাধারণত প্লাষ্টিক জাতীয় পদার্থ দ্বারা তৈরি করা হয় তাকে প্লাষ্টিক বা পলি বাটন বলে।

২.ধাতু বা ম্যাটেরিয়াল বাটন কি?
যে সমস্ত বাটন ধাতব পদার্থ যেমন তামা, লোহা কিংবা অন্য কোন ধাতু দ্বারা তৈরি করা হয় তাকে ধাতু বা ম্যাটেরিয়াল বাটন বলে।

৩.চক বাটন কি?
যে সমস্ত বাটন সাদা বা বিভিন্ন রংয়ের হতে পারে কিন্তু আঘাত করলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায় তাকে চক বাটন বলে।

কি ধরণের পদার্থ দিয়ে বোতাম তৈরি হয়?
  • কাঠ
  • প্লাস্টিক
  • নাইলন
  • হাড়
  • মুক্তা
  • অ্যাক্রাইলিক মেটাল
  • সমুদ্রের শামুক ইত্যাদি।

আদর্শ বোতামের বৈশিষ্ট কি কি?
  • ব্যবহার কালে বোতামের রং যেন উঠে না যায়।
  • পোশাক ইস্ত্রি করলে বোতাম যেন তাপে গলে বা কুঁচকে না যায়।
  •  ঠান্ডা বা গরম পানিতে ধৌত করলে বোতামের রং এবং শক্তি যেন হ্রাস না পায়।
  • বোতামের রং যেন পোশাকে না লাগে।
  • বোতাম যেন সহজে ভেঙ্গে বা ফেটে না যায়।
  • স্টিল বা লোহা দ্বারা তৈরি বোতাম দীর্ঘদিন ব্যাবহার করলেও বোতামে যেন মরিচা না পরে।
  • বোতাম যেন সহজে পোশাক থেকে খুলে না আসে।
  • পোশাকের মধ্যে ব্যবহৃত বোতাম অবশ্যই আরামদায়ক হতে হবে।

বিভিন্ন প্রকার বোতামের নামসমূহ কি কি?
  • সিউ থ্রু (Sew through)
  • শ্যাঙ্ক বোতাম(Shank Button)
  • ধাতব বোতাম(Metallic button)
  • লেদার বোতাম(Lether Button)
  • উডেন বোতাম (Wooden Button)
  • প্রেস বোতাম(Press Button)
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন